অস্ট্রেলিয়া সফরে দল ঘোষণার আগেই বড়সড় ধাক্কা পেয়েছিল ভারতীয় দল। বাঁ দিকের মাংসপেশির সমস্যার কারণে এবারের আইপিএল থেকে মাঝপথেই বিদায় নিয়েছিলেন ভারতীয় টেস্ট দলের তারকা পেসার ইশান্ত শর্মা। পিঠের ব্যাথার জন্য দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। যদিও তৃতীয় ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ম্যাচে নিজের ধার দেখাতে পারেননি অভিজ্ঞ এই পেসার। গোটা ম্যাচে উইকেটহীন হয়ে থাকেন ইশান্ত। এর পরের ম্যাচগুলিতে আবার তিনি বেঞ্চে বসে যান। এরপর দিল্লি ক্যাপিটালসের মেডিকাল টিম বিষয়টি দেখার পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর ফলে ইশান্ত শর্মাকে রিহ্যাবের জন্য যেতে হয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য ইশান্ত শর্মাকে নেওয়া হবে কি না। তবে তার চোট আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে, সে নিয়ে নিশ্চিন্ত বার্তা দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। কিন্তু অস্ট্রেলিয়ার মত পরিবেশে কি লম্বা বোলিং স্পেল কি করতে পারবেন ইশান্ত? এই নিয়ে এবার নিজেকে প্রমাণের লড়াইয়ে নামলেন অভিজ্ঞ এই পেসার।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুটি স্পেলে বোলিং করেছেন ইশান্ত। সেই সময় একটি ৫০ ওভারের একটি কর্পোরেট ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচের লাঞ্চ চলাকালীন ৪৫ মিনিট একটানা বোলিং করেন ইশান্ত, আর তারপর ম্যাচ শেষে ঘন্টাখানেক তিনি বোলিং করেন। সেই সময় ইশান্তের বোলিংয়ের দিকে নজর রেখেছিলেন জাতীয় নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার সুনীল জোশী এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির কর্তা রাহুল দ্রাবিড়। রিপোর্ট অনুযায়ী, স্টেডিয়ামের একটি সাইড পিচে বল করছিলেন ইশান্ত।
দুই লম্বা স্পেলের বোলিংয়ের পর স্ট্রেচিং সহ বেশ কিছু ব্যায়াম করেন ইশান্ত। এরপর ছোট্ট একটি ফিল্ডিং সেশন সারেন ইশান্ত, যেখানে তাকে উঁচু এবং ফ্ল্যাট ক্যাচের পরীক্ষা দিতে হয়। রিপোর্টে আরও বলা হয়, বোলিং করার সময় ইশান্ত শর্মাকে কোনওভাবেই অসুবিধার মধ্যে লাগেনি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে পুরো ফিটনেসে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি।
Ishant Sharma bowls at the M. Chinnaswamy Stadium in Bengaluru as he looks to prove his fitness for India's Test series against Australia. pic.twitter.com/jfwGCY3ag2
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 18, 2020
যদিও এখনও সবকিছু শেষ নয়, এরপর একটি ফিটনেস পরীক্ষা দিতে হবে ইশান্তকে। সেই পরীক্ষায় যদি তিনি পাস করেন, তবেই তিনি অস্ট্রেলিয়াগামী বিমানে উঠতে পারবেন। যদিও ইশান্তের কাছে এখনও সময় রয়েছে ফিট হওয়ার জন্য। ইতিমধ্যেই তার চোট অনেকটাই সেরেছে বলে বিসিসিআই এর কাছে রিপোর্ট পাঠিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
এই মুহুর্তে রোহিত শর্মাকে বাদ দিয়ে তিন ফর্ম্যাটের ভারতীয় দল পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার বহু প্রতীক্ষিত এই সিরিজ। আর আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে টেস্ট সিরিজ।