বিরাট পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ক্রিকেটে, তৈরি হলো জল্পনা ! 1

অধিনায়কত্বের মাঝে বিভাজন রেখা তৈরী করার পথে ভারতীয় ক্রিকেট ? একদিবসীয় এবং টেস্ট দলের ক্রিকেটে নির্বাচিত হতে চলেছে আলাদা আলাদা অধিনায়ক এমনটাই তৈরী হতে চলেছে জল্পনা।

বিশ্বকাপের পর দলের পারফরম্যান্স নিয়ে বসেছিল আলোচনা ।উঠে এসেছে একাধিক বিষয়ে।এক্ষেত্রে মনে করা হচ্ছে আগামী দিন একদিবসীয় এবং টি টোয়েন্টি জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়া হতে পারে রোহিত শর্মার হাতে।অন‍্যদিকে বিরাট কোহলি কে শুধুমাত্র টেস্ট দলের অধিনায়ক করে দেওয়া হতে পারে।

বিরাট পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ক্রিকেটে, তৈরি হলো জল্পনা ! 2

আইএএনএস এর খবরের মারফত এটাই আসল সময় রোহিত শর্মার হাতে ৫০ ওভারের দল তুলে দেওয়ার।এমনকি এবিষয়ে পুরোপুরি সমর্থন আছে বর্তমান অধিনায়ক এবং ম‍্যানেজমেন্টের।এক্ষেত্রে আসন্ন বিশ্বকাপ নিয়ে ভাবনা – চিন্তার মধ‍্যে দিয়ে এগোতে হবে।বর্তমানে যে প্ল‍্যান ধরে চলছিলো এক্ষেত্রে তার বদলের সময় এসেছে।কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার নতুন করে ভাবনা – চিন্তার সময় এসেছে।এবং এক্ষেত্রে সকলকে নতুন করে ভাবতে হবে, এবং বর্তমানে রোহিত শর্মাই উপযুক্ত অধিনায়ক পদে ।

যদিও এখনো ক্রিকেট বোর্ডের তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি।তবে এক্ষেত্রে একটি বিষয় বলতেই হচ্ছে দ্বৈত অধিনায়কত্ব এমন একটি জিনিস যা একজনের উপর নির্ভর করে দীর্ঘদিন ধরে চলেনি ভারতীয় ক্রিকেটে।২০১৭ সাল থেকে একদিবসীয় ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ধোনির থেকে বিরাট কোহলি।সে সময় বিরাটের হাতে দায়িত্ব সপে দেওয়ার পর ধোনি বলেছিলেন দ্বৈত অধিনায়কত্ব কখনও ভারতীয় ক্রিকেট সংস্কৃতির অংশ নয়।

বিরাট পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ক্রিকেটে, তৈরি হলো জল্পনা ! 3

এখন দেখার বিষয় বিরাটের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিতে পারে নাকি ক্রিকেট বোর্ড।যদিও বিরাট যদি এই দায়িত্বে নিজেকে বহাল রাখতে চায় ,তাহলে এক্ষেত্রে এবিষয়ে সিদ্ধান্তে আসা অত্যন্ত কঠিন কাজ হতে পারে।প্রসঙ্গত, বিরাটের অধিনায়কত্বে আইসিসির দুটো ক্রিকেট টুর্নামেন্টে নক আউটে পৌঁছে ছিলো ভারত।

অন‍্যদিকে বিরাটের অনুপস্থিতিতে দলের দায়িত্ব খুব ভালো ভাবে সামলেছেন রোহিত শর্মা।আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সফরে দলের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা।সিরিজে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওডিআই এবং দুটো টেস্ট ম‍্যাচ খেলতে চলেছে ভারত।এই সপ্তাহের শেষে দল ঘোষণা করা হবে এই সফরের এমনটাই মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *