বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করেই এবছর বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান। যদিও সেমিফাইনালে যাওয়া হলো না ” সবুজ বাহিনী” র। পাক দলের বিশ্বকাপ সফর শেষ হওয়ার সাথে সাথে দেশের হয়ে একদিবসীয় কেরিয়ারে ইতি টানলেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক।কেরিয়ারের শেষ টা মনোঃপুত না হলেও শেষ ম্যাচে জয়টা স্বান্তনা হয়ে থাকলো শোয়েবের। স্বামীর অবসরের দিনে টুইট করলেন তার তারকা স্ত্রী সানিয়া মির্জা।পাকিস্তানের ক্রিকেটে তার অবদানের জন্য কুর্নিশ জানালেন এই তারকা ভারতীয় টেনিস প্লেয়ার।
এবছর বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর থেকেই দারুন ভাবে ঘুরে দাড়িয়েছিলো।এক নাগাড়ে চার ম্যাচ জিতলেও অঙ্কের মারপ্যাচে এবারের সেমিফাইনাল খেলা হয়ে উঠলো না সরফরাজদের।গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানে ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান ,আর সেই ম্যাচ জিতে নেওয়ার সাথে সাথে নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন শোয়েব।
টুইট করে তিনি জানান,একদিবসীয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।ধন্যবাদ জানিয়েছেন এযাবৎ সময় যে সকল ক্রিকেটারের সাথে তিনি এতকাল খেলে এসেছেন।ধন্যবাদ জানিয়েছেন তার ক্রিকেট জীবনের সাথে জড়িত সকল কোচদের এবং সর্বোপরি তার অগুনতি ভক্তদের।
ভারতের কাছে হারের পর থেকে প্রথম দলে জায়গা হয়নি এই ক্রিকেটারের।বিরাটদের বিরুদ্ধে হারের পর তার বদলে দলে জায়গা হয়েছিল হ্যারিস সোহেলের।প্রসঙ্গত, ভারতের বিপক্ষে হারের পর থেকে এক দারুন কামব্যাক করেছিল সরফরাজরা।পর পর চার ম্যাচ জিতে সাড়া ফেলে দিলেও শেষ চারে তাদের জায়গা হয়নি।
স্বামীর অবসরে এদিন খানিকটা আবেগী হলেন সানিয়া, যা প্রকাশ পেলো তার টুইটে।সেখানে তিনি জানান পাকিস্তানের জন্য শোয়েবের যা অবদান তার জন্য গর্বিত তিনি এবং তাদের সন্তান ইজান।
“সব গল্পের শেষ থাকে, তবে সেই শেষ মানে ফের আবার নতুনের শুরু।গত ২০ বছর তুমি দেশের জন্য যা করে এসেছো তার জন্য আমি এবং ইজান ভীষন গর্বিত।” এমনটাই টুইট করেছেন সানিয়া।
‘Every story has an end, but in life every ending is a new beginning’ @realshoaibmalik 🙃 u have proudly played for your country for 20 years and u continue to do so with so much honour and humility..Izhaan and I are so proud of everything you have achieved but also for who u r❤️
— Sania Mirza (@MirzaSania) July 5, 2019
প্রসঙ্গত,পাকিস্তানের হয়ে এযাবৎ ২৮৭ টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন শোয়েব মালিক।করেছেন ৭,৫৩৪ রান।গড় – ৩৪.৫৫ ।রয়েছে ৯ টি শতরান এবং ৪৪ টি অর্ধশতরানের ইনিংস।এছাড়াও রয়েছে ১৫৮ টি উইকেট।
A legend leaves the ODI field for the final time.
Thank you Shoaib Malik 👏#CWC19 | #PAKvBAN pic.twitter.com/g1tlIsPEK0
— Cricket World Cup (@cricketworldcup) July 5, 2019
Every story has an end…❤@realshoaibmalik #ShoaibMalik pic.twitter.com/JzakAOhZ65
— Mian Azm Ghaffar (@Azm2662) July 6, 2019
For 20 years Of Service
For 7534 ODI runs
For 158 ODI wickets
For 98 ODI catches
For 9 ODI centuries
For 19 ODI MOM
For WT20 2007 Final
For CT 2009 SF
For WT20 2009 Title
For CT17 Title
For Tht Last over Six Vs Ind
For Tht last over Six Vs AFG#ThankYouMalik#ShoaibMalik pic.twitter.com/HKwngCi81W— PUBG ESPORTS (@PubgEsportss) July 6, 2019
This Trademark Shoaib Malik Shot Over the Years.#ThankYouMalik#ShoaibMalik pic.twitter.com/HQgqbhk0Lh
— Fahad Abbaci (@imfahadabbasi17) July 6, 2019