BIG BREAKING : একদিবসীয় ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক, কি বলছেন স্ত্রী সানিয়া মির্জা ? 1

বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করেই এবছর বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান। যদিও সেমিফাইনালে যাওয়া হলো না ” সবুজ বাহিনী” র। পাক দলের বিশ্বকাপ সফর শেষ হওয়ার সাথে সাথে দেশের হয়ে একদিবসীয় কেরিয়ারে ইতি টানলেন পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক।কেরিয়ারের শেষ টা মনোঃপুত না হলেও শেষ ম‍্যাচে জয়টা স্বান্তনা হয়ে থাকলো শোয়েবের। স্বামীর অবসরের দিনে টুইট করলেন তার তারকা স্ত্রী সানিয়া মির্জা।পাকিস্তানের ক্রিকেটে তার অবদানের জন্য কুর্নিশ জানালেন এই তারকা ভারতীয় টেনিস প্লেয়ার।

BIG BREAKING : একদিবসীয় ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক, কি বলছেন স্ত্রী সানিয়া মির্জা ? 2

এবছর বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর থেকেই দারুন ভাবে ঘুরে দাড়িয়েছিলো।এক নাগাড়ে চার ম‍্যাচ জিতলেও অঙ্কের মারপ‍্যাচে এবারের সেমিফাইনাল খেলা হয়ে উঠলো না সরফরাজদের।গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানে ম‍্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান ,আর সেই ম‍্যাচ জিতে নেওয়ার সাথে সাথে নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন শোয়েব।

BIG BREAKING : একদিবসীয় ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক, কি বলছেন স্ত্রী সানিয়া মির্জা ? 3

টুইট করে তিনি জানান,একদিবসীয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।ধন্যবাদ জানিয়েছেন এযাবৎ সময় যে সকল ক্রিকেটারের সাথে তিনি এতকাল খেলে এসেছেন।ধন্যবাদ জানিয়েছেন তার ক্রিকেট জীবনের সাথে জড়িত সকল কোচদের এবং সর্বোপরি তার অগুনতি ভক্তদের।

ভারতের কাছে হারের পর থেকে প্রথম দলে জায়গা হয়নি এই ক্রিকেটারের।বিরাটদের বিরুদ্ধে হারের পর তার বদলে দলে জায়গা হয়েছিল হ‍্যারিস সোহেলের।প্রসঙ্গত, ভারতের বিপক্ষে হারের পর থেকে এক দারুন কামব‍্যাক করেছিল সরফরাজরা।পর পর চার ম‍্যাচ জিতে সাড়া ফেলে দিলেও শেষ চারে তাদের জায়গা হয়নি।

BIG BREAKING : একদিবসীয় ক্রিকেট থেকে অবসর নিলেন শোয়েব মালিক, কি বলছেন স্ত্রী সানিয়া মির্জা ? 4

স্বামীর অবসরে এদিন খানিকটা আবেগী হলেন সানিয়া, যা প্রকাশ পেলো তার টুইটে।সেখানে তিনি জানান পাকিস্তানের জন্য শোয়েবের যা অবদান তার জন্য গর্বিত তিনি এবং তাদের সন্তান ইজান।

“সব গল্পের শেষ থাকে, তবে সেই শেষ মানে ফের আবার নতুনের শুরু।গত ২০ বছর তুমি দেশের জন্য যা করে এসেছো তার জন্য আমি এবং ইজান ভীষন গর্বিত।” এমনটাই টুইট করেছেন সানিয়া।

প্রসঙ্গত,পাকিস্তানের হয়ে এযাবৎ ২৮৭ টি একদিনের ম‍্যাচে প্রতিনিধিত্ব করেছেন শোয়েব মালিক।করেছেন ৭,৫৩৪ রান।গড় – ৩৪.৫৫ ।রয়েছে ৯ টি শতরান এবং ৪৪ টি অর্ধশতরানের ইনিংস।এছাড়াও রয়েছে ১৫৮ টি উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *