কয়েক দিন বাদেই, অথচ হঠাৎ দুটি অনভিপ্রেত ঘটনায় রাতের ঘুম উধাও দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের।আইপিএলে খেলতে এসে চোটের কবলে পড়ে দলের অন্যতম দুই পেস বোলার ডেইল স্টেইন এবং কাগিসো রাবাদা। এবছর আইপিএলে দারুণ সাফলতা পেয়েছিলো রাবাদা।দিল্লির ক্যাপিটালস হয়ে প্রতি ম্যাচে উইকেট তুলে নিয়ে বিপক্ষ দলগুলোর ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে গেল উঠেছিলো এই বছর তেইশের তরুন বোলার।কিন্তু হঠাৎ সব কিছু বদলে আরসিবি’ র বিরুদ্ধে ম্যাচে তার চোট পাওয়ার পর।
তার পিঠে ব্যাথা অনুভব হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠে দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।সামনেই বিশ্বকাপ তাই তাকে নিয়ে কোনও প্রকার ঝুঁকি নিতে নারাজ তারা।দেশের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছে রাবাদা তখন তার নামের পাশে রয়েছে ২৫ উইকেট, এখনও অবধি আইপিএলের ” পার্পল ক্যাপ ” টি তিনি রেখেছেন দখলে।
দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে একরাশ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কেটেছে কর্মকর্তাদের। এইবার তাদের সুখবর শোনালো দলের ডাক্তার মহম্মদ মোসাজি।জানিয়েছেন সপ্তাহ দুয়েকের মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরবেন এই উদীয়মান তারকা।এ বিষয়ে তার বক্তব্য,
” কেজির চোট নিয়ে আমরা সবাই খুব চিন্তিত ছিলাম।তার প্রধান কারন দুটি।এক তার চোটের দরুন ঠিক কতটা সময় দলের বাইরে থাকতে হবে তাকে আর দ্বিতীয়ত এই দলের তার গুরুত্ব ।তাই জোরকদমে তার রিহ্যাবের কাজ হয়েছিলো শুরু।আর এখন যা মনে হচ্ছে আর সপ্তাহ দুয়েকের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠবে ও।এবং আমরা আশাবাদী বিশ্বকাপে তার খেলতে নামার বিষয় ” ।
অন্যদিকে , সম্প্রতি চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছিলেন ডেল স্টেইন।এবছর আইপিএলে নিলামে তাকে কেউ না নিলেও, পরবর্তী সময়ে পরিবর্ত ক্রিকেটার হিসেবে আরসিবি তাকে দলে নিয়েছিল, চোটগ্রস্ত নাথান কোল্টার নাইলের পরিবর্ত হিসেবে।বিরাটের দলের হয়ে শুরু থেকেই ছন্দে ছিলেন স্টেইন।দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।যদিও পান্জাবের বিরুদ্ধে ম্যাচে তাকে দলে রাখলে তৈরী হয় প্রশ্নের।জানা যায় ফের চোটগ্রস্ত হয়েছেন এই তারকা পেসার।এবং তার পরিমান এতটাই যে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছিলেন তিনি।স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ আসলেই তা দেখতেই কপালে ভাজ পড়েছে দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ডের।বিশ্বকাপের মতো টুর্নামেন্টে স্টেইনের গুরুত্ব কতখানি তা নিয়ে নতুন করে কিছু বলার নেই।দ্রুত তাকেও দেশে ফিরিয়ে আনা হয় , কিন্তু এখন যা খবর তাতে মনে করা হচ্ছে বিশ্বকাপের আগেই চোট সারিয়ে উঠবে স্টেইন।
স্টেইন , রাবাদার মতো তারকারা যখন চোট সারিয়ে ফিরে আসতে চলেছে তখন এবছর বিশ্বকাপে প্রোটিয়াস জার্সি গায়ে খেলার স্বপ্ন অধরা থেকে গেল আর্নিখ নোরেৎজের।নেট প্রাক্টিসে চোট পান তিনি ,পরবর্তী সময়ে তার বদলে দলে সুযোগ দেওয়া ক্রিস মরিস ।প্রসঙ্গত, ক্রিস এইবছর দিল্লির হয়ে আইপিএলে খেলেছেন।প্রসঙ্গত, আগামী ৩০ শে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলছে প্রোটিয়াস রা।