ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বড়ো কথা বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ! 1

গতকাল আফগানিস্তান কে হারিয়ে দিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশাকে আরও দৃঢ় করে তুললো বাংলাদেশ। এবছর বিশ্বকাপে দারুন পারফরম্যান্স দিচ্ছে এই দেশ।এদিন দলের জয়ের অন‍্যতম কারিগর তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান, এবছর বিশ্বকাপের শুরু থেকেই দু্রন্ত ফর্মে আছেন তিনি।ব‍্যাটিং হোক, অথবা বোলিং সবেতেই এক দুরন্ত শাকিব। এদিন রাশিদদের বিরুদ্ধে ৫০ করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বড়ো কথা বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ! 2

আগামী ২ রা জুলাই ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ।সাম্প্রতিক সময়ে এই দুই দেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বীতা এক অন‍্য পর্যায়ে গেছে।স্বাভাবিক ভাবেই এই দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ম‍্যাচ ঘিরে তৈরির হয়েছে এক অন‍্যরকম উত্তেজনা।এই ম‍্যাচের আগে শাকিব জানালেন নিজেদের সেরাটা দিতে পারলে বিরাটদের হারিয়ে দিতেন পারে তারা, যদিও ভারতকে হারানো অত‍্যন্ত কঠিন একটি কাজ বলেই মনে করেন তিনি।

এই মুহূর্তে বিশ্বের অন‍্যতম সেরা দল ভারত।তা একপ্রকার মেনে নিয়েছেন শাকিব।জানিয়েছেন বিরাটের দলে রয়েছে একাধিক বিশ্বমানের ক্রিকেটার, যারা যেকোনো দিন জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।তাই বিরাটদের বিরুদ্ধে জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে।যদিও ২ রা জুলাই নিজেদের সেরাটা দেওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বড়ো কথা বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ! 3

অন‍্যদিকে ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের জন্য আশাবাদী বাংলাদেশ স্পিন বোলিং কোচ সুনীল জোশী।একসময় ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন সুনীল।১৯৯৬ থেকে ২০০১ অবধি ১৫ টি টেস্ট এবং ৬৯ টি ওয়ানডে ম‍্যাচ খেলা এই ক্রিকেটার আশাবাদী তার দলের ক্রিকেটারদের ভারতীয় স্পিন বিভাগের বিরুদ্ধে দলের সেরাটা দেওয়ার বিষয়ে।এক্ষেত্রে তিনি আফগান স্পিনারদের বিরুদ্ধে দলের ব‍্যাটসম‍্যানদের প্রদর্শনের উদাহরন টেনেছেন।

গত কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের যথেষ্ট উন্নতি করেছে।জিতেছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে।বেশ কিছু ম‍্যাচে ভারতকে যথেষ্ট বেগ দিয়েছে জয়ের জন্য।ইতিমধ্যে নিজস্ব এক ব্রান্ড তৈরী করেছে তারা মনে করেন জোশী।দলের ক্রিকেটারদের প্রতি অগাধ আস্থা তার।ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বড়ো কথা বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ! 4

প্রসঙ্গত, নক আইটে যেতে হলে সাকিবদের হারাতেই হবে পাকিস্তান এবং বাংলাদেশ কে।ম‍্যাচে জিততে মরিয়া শাকিব জানিয়েছেন নিজেদের সেরাটা এদিন তারা নিংড়ে দেবে মাঠে।অন‍্যদিকে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত।এবছর টুর্নামেন্টে এখনও জয়ের ধারা অব‍্যাহত ভারতের।যদিও শেষ ম‍্যাচে আফগানদের বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হয়েছে বিরাটদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *