ভারতের বিপক্ষে খেলতে নামার আগে গোটা বাংলাদেশ জুড়ে তাদের অধিনায়ক মাশরাফি মোর্তাজা কে নিয়ে তৈরী হলো এক বিরাট জল্পনা ! 1

গত আঠেরো বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।বাংলাদেশ কে ক্রিকেটের দীর্ঘদিন দীর্ঘ যুদ্ধের ছায়া সঙ্গী মাশরাফি মোর্তাজা।গত পাঁচ বছর ধরে দেশের অধিনায়কত্বের দায়িত্বে আছেন।ইতিমধ্যে বাংলাদেশের কিংবদন্তী হয়ে ওঠা এই ক্রিকেটার গতবছর দেশের রাজনৈতিক নির্বাচনে জয়ী হয়েছিলেন নারাইল থেকে ।অর্থাৎ বাংলাদেশের অধিনায়ক হওয়ার পাশাপাশি মাশরাফি একজন সাংসদ ও বটে।

ভারতের বিপক্ষে খেলতে নামার আগে গোটা বাংলাদেশ জুড়ে তাদের অধিনায়ক মাশরাফি মোর্তাজা কে নিয়ে তৈরী হলো এক বিরাট জল্পনা ! 2

আজ এজবাস্টনে মুখোমুখি হতে চলেছে ভারত – বাংলাদেশ।এর আগে সাংবাদিক সম্মেলনে এক অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল মাশরাফি কে, তার কাছে জানতে চাওয়া হয়, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন কি মাশরাফি।প্রশ্নের জবাবে প্রথমে খানিকটা থমকে তারপর সহাস্যে মাশরাফি প্রশ্নকর্তার উদ্দেশ্যে মজা করে বলেন আপনি কি আমায় মারতে চান ! এরপর খানিকটা হেসে নিয়ে গোটা বিষয়টির সম্ভাবনা কে পুরোপুরি উড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক।এই মুহূর্তে তার মাথায় এমন কিছু চলছে না তা স্পষ্ট করে দেন বাংলাদেশ অধিনায়ক।

mashrafe

এছাড়াও এদিন বিরাটদের বিরুদ্ধে মাঠে নামার আগে মোর্তাজার কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতের বিপক্ষে জেতার বিষয়ে কতটা আশাবাদী তিনি? সে ক্ষেত্রে মোর্তাজার সোজা – সাপ্টা বক্তব্য,এক্ষেত্রে একশো ভাগ আশাবাদী তিনি এবং তার দল।তবে চলতি টুর্নামেন্টে এতদিন যে খেলাটা খেলেছেন তার তুলনায় নিজেদের ছাপিয়ে যেতে হবে এক্ষেত্রে।

প্রসঙ্গত, ২০১৫ এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিলো বাংলাদেশ।তার পর থেকেই দ্রুত উন্নত হয়ে উঠেছে সেই দেশের ক্রিকেট, নিজেদের ক্রমশ বদলে ফেলেছে মোর্তাজারা।যার প্রতিফলন দেখা গিয়েছে এবারের টুর্নামেন্টে।চলতি বিশ্বকাপে তারা হারিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল গুলো কে তাই বিরাটদের হারানোর বিষয়ে ও আশাবাদী তিনি।

ভারতের বিপক্ষে খেলতে নামার আগে গোটা বাংলাদেশ জুড়ে তাদের অধিনায়ক মাশরাফি মোর্তাজা কে নিয়ে তৈরী হলো এক বিরাট জল্পনা ! 3

ইতিমধ‍্যে জমে উঠেছে শেষ চারে যাওয়ার লড়াই।অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে পৌঁছে গেছে সেমিফাইনালে‌ ।ইতিমধ্যে লড়াই জমজমাট উঠেছে বাকী তিন ।টুর্নামেন্টের এই রকম একটা মুহূর্তে উপস্থিত হয়ে একেবারেই অবাক নন মোর্তাজা।বরং দুই দলের বিরুদ্ধে যদি একশো শতাংশ দিতে পারেন তাহলে জয় পাওয়া টা যে কোনও কঠিন কাজ নয়।

ভারতের বিরুদ্ধে ম‍্যাচ ,তাই আজ ভালো মতোই জানেন একটা ভুল মানে ম‍্যাচ থেকে নিজেদের ছিটকে যাওয়া ,তাই কোনও ক্ষেত্রেই ভুল করাটা চলবে না।খেলতে হবে সতর্ক হবে।তাই ম‍্যাচের আগে দলের প্রতি বার্তায় মাশরাফি বলেছেন ,ম‍্যাচের সব ক্ষেত্রে, ব‍্যাটিং হোক অথবা ফিল্ডিং , নিজেদের সেরাটা দিতে পারলে যে তারা জিতে যেতেই পারে এবং এই আশাটাই রাখছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *