চতুর্থ টেস্ট খেলতে আদৌ ব্রিসবেন যাবে টিম ইন্ডিয়া? শেষ মিনিটে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল বিসিসিআই 1

সিডনিতে তৃতীয় টেস্ট শুরুর কয়েক দিন আগে থেকেই জোর জল্পনা উঠছিল, আদৌ চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যাবে কি না টিম ইন্ডিয়া। কুইন্সল্যান্ডের জৈব সুরক্ষার প্রোটোকল এবং আবারও কোয়ারেন্টিনে থাকার ঝামেলা নিতে চাইছিল না টিম ইন্ডিয়া। আর সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল কুইন্সল্যান্ড সরকার এবং টিম ইন্ডিয়ার মধ্যে। যদিও সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে অনেকটাই কাজ করেছে বিসিসিআই এর সাথে। আর এবার শেষ মিনিটে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই।

চতুর্থ টেস্ট খেলতে আদৌ ব্রিসবেন যাবে টিম ইন্ডিয়া? শেষ মিনিটে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল বিসিসিআই 2

জনপ্রিয় সংবাদ পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শেষ মিনিটে বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে শর্ত রেখেছে এই বলে, চতুর্থ টেস্ট শেষ হওয়ার পরে আর এক মুহুর্তও টিম ইন্ডিয়ার সদস্যরা ব্রিসবেনে থাকবেন না, সোজা দেশে ফিরে আসবেন। এই শর্ত মানা হলে তবেই ভারতীয় দল চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন আসবে, এমনটাই এই পত্রিকাকে জানিয়েছে বিসিসিআই এর এক সূত্র।

Brisbane Cricket Ground (Woolloongabba), Brisbane, Brisbane, Australia | Brisbane  Cricket Ground (Woolloongabba), Brisbane Cricket Grounds, Match Schedule

এই বিষয়ে বিসিসিআই এর সেই বিশ্বস্ত সূত্র বলেছেন, “ভারতীয় দল চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যাবে। কিন্তু বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়েছে যাতে তারা সমস্ত রকম প্রক্রিয়া তৈরি রাখে যাতে ভারতীয় দলকে টেস্ট শেষ হওয়ার পর অহেতুক ব্রিসবেনে না থেকে দ্রুত দেশে ফেরানো যায়। টিমের বেরিয়ে যাওয়া যেন অত্যন্ত দ্রুত হয়। যদি সম্ভব হয়, তাহলে টেস্ট শেষ হওয়ার দিনেই তারা দেশে ফিরতে যায়, কোনওরকম রাতে থেকে যাওয়ার কথা নেই এখানে। একেবারে প্রথম বিমানেই দেশে ফেরার ব্যবস্থা করতে হবে।” 

চতুর্থ টেস্ট খেলতে আদৌ ব্রিসবেন যাবে টিম ইন্ডিয়া? শেষ মিনিটে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল বিসিসিআই 3

এছাড়াও খেলোয়াড়রা যাতে হোটেলের ভেতর স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, সেই নিয়েও আবেদন রেখেছে ভারতীয় বোর্ড। এরপর বিসিসিআই এর সেই সূত্র দাবি করেছেন, তারা কখনই চতুর্থ টেস্ট খেলার বিরুদ্ধে ছিলেন না। এই নিয়ে তিনি বলেছেন, “আমরা কখনই ব্রিসবেনে যাওয়া কিংবা স্বাস্থ্য প্রোটোকল নিয়ে কোনও অবজেকশন দিইনি। চতুর্থ টেস্ট হবেই হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া লজিস্টিকস সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং কুইন্সল্যান্ডে প্রযোজ্য তিন দিনের লকডাউন নিয়ে স্পষ্টতা চেয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *