বর্ডার গাভাস্কার ট্রফি জেতায় উচ্ছ্বসিত সৌরভ, নগদ অর্থ উপহারের ঘোষণা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট 1

বিদেশী টিমগুলির কাছে বধ্যভূমি এবং অস্ট্রেলিয়ার দূর্গ হিসেবে পরিচিত ব্রিসবেনের গাব্বায় ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। দীর্ঘ ৩২ বছর পর কোনও বিদেশী দল এসে গাব্বায় হারাল অস্ট্রেলিয়াকে। শুভমন গিল এবং চেতেশ্বর পুজারার দুরন্ত অর্ধশতরানের ভরে ম্যাচ জেতার পরিস্থিতিতে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। আর শেষে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ।

Pant Shines as IND Breach Fortress Gabba | LIVE: Pant Shines as IND Breach Fortress Gabba With Historic Three Wicket Win

৩২৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া থাকলেও যেভাবে গোটা পঞ্চম দিন ব্যাট করে ভারত এই অসাধারণ জয় তুলে আনল, তাতে উচ্ছ্বসিত গোটা ক্রিকেট বিশ্ব। নানা দেশ থেকে শুভেচ্ছাবার্তা এসেছে টিম ইন্ডিয়ার এই জয় নিয়ে। দলের মুখ্য খেলোয়াড় ছাড়া যেভাবে এই দল লড়েছে, তাতে এই কুর্নিশ প্রাপ্য। আর এই জয়ের সাথে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখল টিম ইন্ডিয়া।

India vs Australia highlights Score, 4th Test Day 4: Rain forces early stumps after India set 328 to win in Brisbane - India Today

আর এই জয়ে উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ২০০৪ সালে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রেখেছিলেন সৌরভ গাঙ্গুলি। আর এবার ২০২১ সালে এই অসাধারণ একটি সিরিজে জয়লাভ পেয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আর নিজের এই উচ্ছ্বাস প্রকাশ করলেন টুইটারে। এমনকি, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দরুণ ভারতীয় দলের জন্য পাঁচ কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

Ganguly went to Australia fully-prepared for the bouncing ball': David Lloyd on Dada's impact on Indian team | Hindustan Times

এই নিয়ে নিজের টুইটারে সৌরভ লিখেছেন, “একটি অসাধারণ জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে টেস্ট সিরিজ এভাবে জিতে আসা, অবশ্যই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই ঘোষণা করছে দলের জন্য পাঁচ কোটি টাকা বোনাস দেওয়া হবে। এই জয়ের মূল্য কোনও সংখ্যার থেকে অনেক বেশি। শুভেচ্ছা এই সফরকারী দলের প্রতিটি সদস্যকে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *