বিশ্বজুড়ে ছড়িয়ে পরা করোনা ভাইরাস ক্রিকেটকে খুবই খারাপভাবে প্রভাবিত করেছে। সমস্ত ক্রিকেট বোর্ডগুলি সাবধানতা অবলম্বন করে নিজেদের ক্রিকেট কার্যক্রমকে বাতিল বা স্থগিত করে দিয়েছে। অন্যদিকে বিসিসিআইও ২৯ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ২০২০কে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দিয়েছে। এর কারণে সমর্থকরা যথেষ্ট নিরাশ হয়েছেন। কিন্তু এখন বর্তমান খবর ধরা হলে মে থেকে আইপিএলের শুরু হতে পারে।
মে মাসে হতে পারে আইপিএলের শুরু
২৯ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ২০২০কে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু এরপর থেকে আইপিএলের সঙ্গে সম্পর্কিত আলাদা আলাদা খবর আসছে। এর মধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক আইএএনএসের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন,
“আইপিএলের ভবিষ্যত বলা এখন মুশকিল হবে, কিন্তু বোর্ড সেই প্যাটার্নকে ফলো করে লীগের আয়োজন করতে পারে যা দক্ষিণ আফ্রিকায় লীগের আয়োজনের জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু এর জন্য জরুরী হলো প্রথম ম্যাচ মে-র প্রথম সপ্তাহে হোক”।
এপ্রিল পর্যন্ত করতে হবে অপেক্ষা
চিন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস বিশ্বের সমস্ত দেশগুলিকে সমস্যায় ফেলে রেখেছে। ১৬৬টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে মানুষ গৃহবন্দী হয়ে গিয়েছে। আর এর সংক্রামণের উপায় খুঁজছে। দিন প্রতিদিন ভারতেও করোনা ভাইরাসের আতঙ্ক বেড়ে চলেছে। এই অবস্থায় যদি পরিস্থিতির উন্নতি না হয় তো আইপিএল ২০২০ খেলা হওয়া মুশকিল হয়ে যাবে। এই ব্যাপারে কথা বলতে গিয়ে ওই আধিকারিক বলেন,
“খুব বেশি হলে আমরা এপ্রিলের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি। যদি লীগের প্রথম ম্যাচ মে এর প্রথম সপ্তাহে না খেলা হয় তো এর আয়োজন প্রায় অসম্ভব। আমাদের প্রক্রিয়া পালন করার জন্য এপ্রিলের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা দক্ষিণ আফ্রিকায় আয়োজিত করা সংস্করণ থেকে সাহায্য নিতে পারি। যদি আপনাদের মনে থাকে তো সেটা সবচেয়ে ছোটো আইপিএল ছিল যা ৩৭দিন পর্যন্ত চলেছিল আর যেখানে ৫৯টি ম্যাচ খেলা হয়েছিল। আমরা এমনটা করতে পারি। কিন্তু কিছু জিনিসের পালন করতে হবে”।
মহারাষ্ট্রে খেলা হতে পারে সমস্ত আইপিএল ম্যাচ
বর্তমান সময়ে পরিস্থিতি দেখে সরকার যতটা সম্ভব যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন যদি পরিস্থিতির উন্নতি হয় আর আইপিএল ২০২০ খেলা হয় তাও এই লীগ সব জায়গায় খেলা যাবে না। এই ব্যাপারে ওই আধিকারিক আগে বলেন,
“আপনি এই ধরণের পরিস্থিতিতে পুরো দেশে সফর করতে পারবেন না। যদি আমাদের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয় তো আমরা মহারাষ্ট্রেই লীগ করব যেখানে আমাদের কাছে মুম্বাইয়ের তিনটি স্টেডিয়াম আর পুণেতে একটি স্টেডিয়াম রয়েছে। এতে দলগুলি নতুন জায়গায় খেলার সুযোগও পাবে আর কম সে কম সফরও করতে হবে। কিন্তু এর আগে সরকারকে টুর্নামেন্ট আয়োজন করা নিতে সিদ্ধান্ত নিতে হবে। যেমনটা বিসিসিআই সভাপতি বারবার বলেছেন যে জনস্বাস্থ্য সবার আগে আমাদের প্রাথমিকতা”।