কোন শহর থেকে আসতে চলেছে আইপিএল এর নয়া দুই ফ্র্যাঞ্চাইজি? জরুরি বৈঠক বিসিসিআই এর 1

আগামী বছরের আইপিএল এ দুই নয়া ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে, তা কার্যত ঘোষণা করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। কিন্তু কোন দুই শহর থেকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি আসবে, সে নিয়ে জল্পনা ছিল অনেকটাই। এদিকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের অমত সত্ত্বেও নয়া ফ্র্যাঞ্চাইজি আনতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার সেই নিয়ে বিশেষ বৈঠকে বসবে বিসিসিআই এর শীর্ষকর্তারা।

BCCI Annual General Meeting 2019 Highlights: Dilution of Tenure Cap on  Office-Bearers, Jay Shah's Named Board Representative in ICC Meetings

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর আয়োজিত হবে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা। আর সেই নিয়ে সচিব জয় শাহ প্রতিটি বিভাগে নোটিস পাঠিয়ে দিয়েছে। এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হবে আইপিএল এর নয়া ফ্র্যাঞ্চাইজি নিয়ে। এছাড়া মোট ২৩টি বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে রয়েছে, ভাইস প্রেসিডেন্ট মহিম ভর্মার পুর্ননির্বাচন, আইপিএল গভর্নিং কাউন্সিল ও ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে দুই সদস্য নির্বাচন এবং অম্বুডসম্যান ও এথিক্স অফিসার নির্বাচন।

BCCI AGM proposes comprehensive changes in constitution | Cricket News -  Times of India

এছাড়া এই সভায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চাইছে, আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অলিম্পিকে ক্রিকেটকে সামিল করতে। আর সেই বিষয়ে বিসিসিআই কি মনোভাব নেবে ভবিষ্যতে, সে নিয়েও আলোচনা হবে এই সভায়। এছাড়া আইসিসি, ২০২১ টি২০ বিশ্বকাপ এবং ভারতীয় ক্রিকেটের আসন্ন সফর নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।

BCCI AGM: Members Honour Jaitley, Question Financial Steps of CoA

তবে কোন দুই শহর থেকে আইপিএল এর নয়া ফ্র্যাঞ্চাইজি আসবে, সে নিয়ে চলছে দীর্ঘ জল্পনা। সূত্রের খবর, নয়া ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমেদাবাদের আসা কার্যত নিশ্চিত। এই মুহুর্তে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম স্থাপিত হয়েছে আমেদাবাদে, যার উদ্বোধন করেছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রায় দেড় লাখ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের কারণেই আমেদাবাদকে আইপিএল এর মানচিত্রে আনতে চাইছে বিসিসিআই। এদিকে দ্বিতীয় নয়া ফ্র্যাঞ্চাইজি আসতে পারে পুনে কিংবা ইন্দোর থেকে। মূলত এই দুই শহরে ক্রিকেট প্রেম এবং ক্রিকেট পরিকাঠামোর কথা ভেবে এই দুই শহরের মধ্যে একটি আসতে পারে আইপিএল এ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *