মঙ্গলবার, ২০ শে আগষ্ট আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ঘোষিত হয়েছে আসন্ন বাংলাদেশ সফরের জন্য টেস্ট এবং টি টোয়েন্টি দল। দুই ক্ষেত্রেই অধিনায়ক হিসেবে থাকছেন রাশিদ খান। সফরে বাংলাদেশর বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানরা, এছাড়াও প্রতিনিধি করবে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে যেখানে বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও খেলবে জিম্বাবোয়ে। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচে ।চিটাগংয়ের জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫ ই সেপটেম্বরে শুরু হতে চলেছে এই টেস্ট ম্যাচ।প্রসঙ্গত, আফগানিস্তান যেহেতু আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়ানশিপের অংশ নয় তাই এই ম্যাচ সেক্ষেত্রে চ্যাম্পিয়ানশিপের আওতায় পড়ছে না।প্রসঙ্গত, এটি আফগানিস্তানের তৃতীয় টেস্ট ম্যাচ, এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম।
টেস্টের আগে আগামী ১ লা সেপটেম্বর চিটাগং এ একটি দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলতে দেখা আফগানিস্তান কে। প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। টেস্ট ম্যাচের পর ১৩ ই সেপটেম্বর থেকে ২৪ শে সেপটেম্বর ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।সম্প্রতি ১৫ জনের টেস্ট দল এবং ১৭ জনের টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।এবং দুই দলের অধিনায়ক হিসেবে থাকছেন রাশিদ খান।
বছর ৩২ এর আফগান পেসার শাপুর জারদান প্রথম খেলতে চলেছেন টেস্ট ক্রিকেট।প্রসঙ্গত, আফগানিস্তানের জাতির দলের প্রথম দিককার অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য দেশে হয়ে এই প্রথম সুযোগ পেলেন টেস্টে অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে থাকা আফগানিস্তানের দলের ৫ জন ক্রিকেটার কে এইবার রাখা হয়নি দলে , এরমধ্যে আছেন মহম্মদ শেহজাদ। টেস্টে সুযোগ না পেলেও, টি ২০ দলে সুযোগ পেয়েছেন তরুণ স্পিনার মুজিবুর রহমান। অন্যদিকে ২০১৯ এর বিশ্বকাপে আফগান অধিনায়ক গুলবদিন নাইবের ক্ষেত্রেও এমনটাই লক্ষ্য করা গেলো।
Afghanistan squads for the only Test against @BCBtigers and the triangular T20I Series in September.#AFGvBAN pic.twitter.com/8ppcXZllOE
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 20, 2019
আফগান টেস্ট দল :
রাশিদ খান ( অধিনায়ক ), আসগার আফগান,নাবি,ইশানুল্লাহ,ইব্রাহিম জার্দান,রহমাত শাহ, শাহিদী,আখিল খিল,জাহির খান, জাভেদ আহমেদি,আহমেদ শ্রিজাদ,আহমেদজাই,আফসার জাজাই,জাদ্রান, কাইস আহমেদ
আফগান টি ২০ দল :
রাশিদ খান ( অধিনায়ক ), আসগার আফগান, নাবি, ইসানুল্লাহ, জাজাই,তারাকাই,মুজিবুর রহমান,সরফুদ্দিন,নাজিবুল্লাহ,শাহিদুল্লাহ,জানাত,নাইব,ফারহাদ,শাফিকুল্লাহ,নিয়াজাই,দোয়ালাত জার্দান,নবিন উল হক,গুরবাজ।
আফগান সফর নির্ঘন্ট
দুই দিনের ম্যাচ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম আফগানিস্তান ( চিটাগং )
একমাত্র টেস্ট আয়োজিত হবে ৫ থেকে ৯ ই সেপটেম্বর, চিটাগং এ
অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ ই সেপটেম্বর জুড়ে।আগামী ১৩,১৪, ১৫,১৮,২০, ২১,২৪ শে সেপটেম্বর এই ত্রিদেশীয় সিরিজের টি ২০ ম্যাচ গুলো আয়োজন হবে ঢাকা এবং চিটাগং জুড়ে।