এশিয়া কাপ ২০১৮ শুরুতে হতে আর বেশি দিন বাকি নেই। মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে শ্রেষ্ঠত্ব লড়াইয়ের আসর। আর এই আসরকে সামনে রেখে প্রথম দল হিসেবে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে গত আসরের রানার্সআপ বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ সিরিজের দল থেকে একাধিক পরিবর্তন এনে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে রয়েছে একাধিক চমক। এর আগে কখনও ওয়ানডে খেলেননি এমন ক্রিকেটারও রয়েছেন দুই জন। গত সিরিজে দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় দলে তাঁর জায়গা ধরে রাখতে পারেননি। উইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারার কারনে তাকে বাদ পড়তে হয়েছে এশিয়া কাপের দল থেকে। তাঁর পাশাপাশি উইন্ডিজ সিরিজে ডাক পাওয়া আরেক ক্রিকেটার আবু জায়েদ রাহি ও দলে জায়গা হারিয়েছেন।
এদিকে, দলের নিয়মিত মুখ সাব্বির রহমান রুমন দীর্ঘদিন বাজে পারফরমেন্সের ধারাবাহিকতার পর অবশেষে দল থেকে বাদ পড়েছেন। সর্বশেষ উইন্ডিজ সিরিজেও তাঁর পারফরমেন্স ছিল একেবারেই সাদামাটা। তিন ওয়ানডেতে রান করেছিলেন মাত্র ২৭। এছাড়া এ বছর এখন পর্যন্ত তাঁর ব্যাট জ্বলে উঠেনি একবারও। সাত ওয়ানডেতে এ বছরে তাঁর সর্বোচ্চ সংগ্রহ মাত্র ২৪ যা বর্তমান বাংলাদেশ দলের জন্য খুবই বেমানান।
ঘোষিত দলে দীর্ঘ দিন পরে জায়গা পেয়েছেন উকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে লিটন দাসের পাশাপাশি এশিয়া কাপে দেখা যেতে মিথুনকে। তবে ওপেনিংয়ে সুযোগ না পেলে সেক্ষেত্রে ওয়ান ডাউনে খেলবেন তিনি। অপরদিকে, ওয়ানডে খেলার পূর্ব অভিজ্ঞতা না থাকা আরিফুল হক ও নাজমুল হোসেন শান্ত সুযোগ পেয়েছেন দলে।
তবে বাংলাদেশ ভক্তদের জন্য সবচাইতে স্বস্তির খবর হচ্ছে, অনেক সংশয় থাকলেও শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রয়োজনে আপাতত আঙ্গুলের অস্ত্রোপচার করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
#এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।