T20 থেকে বাদ পড়ছেন রবীন্দ্র জাদেজা, বিশ্বকাপ দলে এন্ট্রি নিচ্ছেন এই তুখোড় অলরাউন্ডার !! 1

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আর এই বিশ্বকাপকে পাখির চোখ করতে ভারতীয় দল আফগানিস্তানের মুখোমুখি হয়েছে তিন ম্যাচের সিরিজের জন্য। সিরিজে ভারতীয় দল প্রথম দুই ম্যাচে এগিয়ে রয়েছে। দুই দল তৃতীয় ম্যাচটি খেলতে চলেছে আগামী ১৭ই জানুয়ারি বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে ম্যাচের আগেই হলো বড় খোলাসা, ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছে রবীন্দ্র জাদেজা। তার বদলে দলে জায়গা করে দেবেন এক তুখোড় অলরাউন্ডার, ইতিমধ্যেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ছাপ ফেলেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও টিম ম্যানেজমেন্ট তার উপরে নজর রাখবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন | T20 World Cup 2024: বিশ্বকাপের দরজা বন্ধ রাহুল-ঈশান-পন্থের, এই খেলোয়াড় নেবেন জায়গা !!

আসন্ন বিশ্বকাপে সুযোগ পাবেন না জাদেজা

Ravindra jadeja, t20 world cup 2024
Ravindra Jadeja | Image: Getty Images

বর্তমানে রবীন্দ্র জাদেজাকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটি নিয়েছে। তবে টি-টোয়েন্টি দলে কামব্যাক করা হচ্ছে না জাদেজার। প্রসঙ্গত টি-টোয়েন্টি দলে তার জায়গাটি নিতে চলেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন অক্ষর। বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজের শেষ দুই ম্যাচেই সেরা হয়েছিলেন তিনি। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধেও দ্বিতীয় ম্যাচে বেশ কৃপণ বোলিং করেছিলেন অক্ষর, যে কারণেই হাই স্কোরিং ম্যাচে তাকেই দেওয়া হয়েছিল ম্যাচ সেরার শিরোপা।

অক্ষর নেবেন জাদেজার জায়গা

Axar patel, t20 world cup 2024
Axar Patel | Image: Getty Images

২০১৫ সালে টি-টোয়েন্টি দলে এন্ট্রি নিয়েছিলেন অক্ষর, তবে জাদেজার ছত্রচ্ছায়ায় ক্যারিয়ারে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অক্ষর। তবে তার শেষ চার T20 ম্যাচের কথা বলতে গেলে অক্ষর ১৪৭ স্ট্রাইক রেটে ৩১ রান বানিয়েছেন এবং ৮ উইকেট নিয়েছেন পাশাপাশি এই ৪ ম্যাচের মধ্যেই ৩ বার ম্যাচের সেরাও হয়েছেন তিনি। অক্ষরের T20 আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, ৫২ ম্যাচে ১৪৪.৪ স্ট্রাইক রেটে ৩৬১ রান করেছেন এবং ৭.২৭ ইকোনোমিতে ৪৯ উইকেট নিয়েছেন। অন্যদিকে জাদেজা ৬৬ ম্যাচে ১২৫.৩৩ স্ট্রাইক রেটে ৪৮০ রান বানিয়েছেন এবং ৭.১ ইকোনমিতে নিয়েছেন ৫৩ উইকেট। দুজনের ক্যারিয়ারের পারফরমেন্স প্রায় একই ধরণের তবে বর্তমান পারফরমেন্সের বিচারে বেশ এগিয়ে রয়েছেন অক্ষর, তাই বিশ্বকাপ (World Cup 2024) দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন | T20 World Cup 2024: ভারতের এই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ২০২৪ টি-২০ বিশ্বকাপে হতে পারেন টিম ইন্ডিয়ার পথের কাঁটা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *