টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়া’র, বিধ্বংসী ফর্মে থাকা ব্যাটারের ঠাঁই হলো না স্কোয়াডে !! 1

অপেক্ষা আর মাত্র একটা মাসের। জুন মাসের একদম গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। নতুন ফর্ম্যাটে, নতুন আঙ্গিকে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। ২০ দলের এই দ্বৈরথকে ঘিরে সাজসাজ রব ক্রিকেটদুনিয়ায়। অংশগ্রহণকারী দেশগুলি ধীরে ধীরে প্রকাশ করতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড। গত ২৯ এপ্রিল সবার আগে দল ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতের মত হেভিওয়েট দেশ’ও জানিয়ে দেয় কারা জায়গা পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগামী বিমানে। পিছিয়ে রইলো না অস্ট্রেলিয়াও। নিজেদের ১৫ সদস্যের স্কোয়াড সামনে এনেছে ২০২১-এর চ্যাম্পিয়নরা।

Read More: IPL 2024: দোষী সাব্যস্ত হার্দিক পান্ডিয়া, নির্বাসিত হওয়ার মুখে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক !!

অধিনায়ক মার্শ, জায়গা হলো না ফ্রেজার ম্যাকগার্কের-

Mitchell Marsh, Josh Inglis and Cameron Green | T20 World Cup | Image: Getty Images
Marsh, Inglis and Green Feature in Aus T20 World Cup Squad | Image: Getty Images

ক্রিকেট অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তাতে অধিনায়ক হিসেবে নাম রয়েছে মিচেল মার্শের (Mitchell Marsh)। অস্ট্রেলীয় অলরাউন্ডার ছিটকে গিয়েছেন আইপিএলের মাঝপথে। তবে টি-২০ বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বোর্ড। রয়েছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার (David Warner)। দেশের জার্সি গায়ে শেষ বড় টুর্নামেন্টে খেলতে নামছেন তিনি। ওপেনিং-এ তাঁর সঙ্গী হতে পারেন ট্র্যাভিস হেড (Travis Head)। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা মার্কাস স্টয়নিসকে (Marcus Stoinis) টি-২০ বিশ্বকাপে দেখা যাবে অস্ট্রেলিয়া জার্সিতে। রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল’ও (Glenn Maexwell)। বেঙ্গালুরুর হয়ে ফর্মে নেই তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে জ্বলে উঠতে পারেন দেশের জার্সিতে।

অজিদের স্কোয়াডে রয়েছেন ক্যামেরন গ্রিন (Cameron Green) ও টিম ডেভিড (Tim David)। লোয়ার অর্ডারে নেমে ‘ফিনিশার’-এর ভূমিকা পালন করতে পারেন দুই অলরাউন্ডারই। দুইজন উইকেটরক্ষককে ১৫ সদস্যের স্কোয়াডে সামিল করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। রয়েছেন জশ ইংলিস (Josh Inglis) ও ম্যাথু ওয়েড (Matthew Wade)। মাসখানেক আগে ভারতের বিরুদ্ধে শতরান করা ইংলিস নাকি ২০২১ টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ওয়েড-প্রথম একাদশে কে সুযোগ পান সেইদিকে থাকবে নজর। স্টিভ স্মিথ যে সুযোগ পাবেন না তা নিশ্চিতই ছিলো। কিন্তু ক্রিকেটমহলকে চমকে দিয়েছে জেক ফ্রেজার ম্যাকগার্কের জায়গা না পাওয়া। তরুণ তুর্কি আইপিএলে অবিশ্বাস্য খেলেও নিশ্চিত করতে পারলেন না টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)  টিকিট।

অস্ট্রেলীয় বোলিং বিভাগে থাকছে তারকার ভীড়-

Pat Cummins, Mitchell Starc and Josh Hazlewood | T20 World Cup | Image: Getty Images
Pat Cummins, Mitchell Starc and Josh Hazlewood | Image: Getty Images

খাতায়-কলমে দুনিয়ার অন্যতম শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)  খেলতে উড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জিতেছে তারা। ২০২৪-এ কুড়ি-বিশের বিশ্বকাপ জিতে ‘ত্রিমুকুট’ সম্পূর্ণ করার লক্ষ্য থাকবে তাদের। বল হাতে গতির আগুন ছোটাতে দেখা যাবে স্টার্ক-কামিন্স ও হ্যাজেলউড ত্রয়ীকে। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওডিআই অধিনায়ক কামিন্স (Pat Cummins) আইপিএলেও রয়েছেন ফর্মে। স্টার্ককে (Mitchell Starc) কেকেআরের হয়ে খানিক ছন্দহীন লাগলেও দেশের হয়ে তিনি সবসময়ই ভয়ঙ্কর। সন্তানের জন্মের পর মাঠে ফিরছেন হ্যাজেলউড (Josh Hazlewood)। চতুর্থ ফ্রন্ট লাইন পেসার হিসেবে থাকছেন নাথান এলিস।

দুই প্রমুখ স্পিনার নিয়ে টি-২০ বিশ্বকাপের ময়দানে নামতে চলেছে অস্ট্রেলিয়া। লেগস্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) ও বাম হাতি অফস্পিনার অ্যাস্টন অ্যাগারের (Ashton Agar) ভাগ্যে ছিঁড়েছে শিকে। গ্রুপ-বি’তে রয়েছে অজি’রা। তাদের সঙ্গে রয়েছে ওমান, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নামিবিয়া। নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি ওয়েস্ট ইন্ডিজে খেলবে তারা। ৫ তারিখ ব্রিজটাউনে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওমান। একই মাঠে ৮ তারিখ তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। এরপর অ্যান্টিগাতে ১১ তারিখ অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নামিবিয়ার। সেন্ট লুসিয়াতে ১৫ তারিখ তাদের শেষ গ্রুপ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে।

এক নজরে অস্ট্রেলিয়ার T20 বিশ্বকাপ স্কোয়াড-

মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার।

Also Read: “টুর্নামেন্ট থেকে তাড়াও এদের…”, লখনউয়ের কাছে মুম্বাইয়ের হারে রেগে আগুনে মেজাজে জনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *