ইংল্যাণ্ড আর ওয়েলসের মাঠে ২০১৯এর ক্রিকেট মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্ট রাউন্ড রবিন ফর্মাটে খেলা হবে। যেখানে দশটি দল অংশ নিয়েছে। এর মধ্যে পাঁচটি দলকে এবারের বিশ্বকাপের দাবীদার মনে করা হচ্ছে। যেখানে ভারত, পাকিস্তান, ইংল্যাণ্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা রয়েছে। অন্যদিকে ইংল্যাণ্ড এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে গিয়েছে। সেই সঙ্গে ট্রফির উপর নিজেদের দাবীদারী আরো মজবুত করে ফেলেছে। অস্ট্রেলিয়া দলের চিন্তা ডেভিড ওয়ার্নার বাড়িয়ে দিয়েছেন।
ডেভিট ওয়ার্নারের চোট চিন্তা বাড়াল অস্ট্রেলিয়া দলের
ব্রিস্টলে অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশন চলাকালীন অস্ট্রেলিয়ার সবচেয়ে খতরনাক আর ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ডান পায়ে একটা শক্ত গ্লুট মাসলের সমস্যার কারণে মাঝপথেই ট্রেনিং সেশন ছেড়ে যেতে হয়। এরপর থেকেই অস্ট্রেলিয়া দলের চিন্তা বেড়ে গিয়েছে। কোচ জাস্টিন ল্যাঙ্গার পরে পুষ্টি করেন যে ওয়ার্নার সামান্য যন্ত্রনায় ছিল, আর এখন তিনি পরের ম্যাচ খেলবেন কিনা তা ওয়ার্নারের উপরই নির্ভর করবে।
দলের রণনীতি আগে কি হবে
অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যানের চোটে আফগানিস্তানের ফায়দা হবে। আজ শুক্রবার ওয়ার্নারের চটের পরীক্ষা হবে যদি তিনি পূর্ণ সুস্থ থাকেন তখনই তাকে প্রথম ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। যদি ওয়ার্নার না খেলেন এই অবস্থায় উসমান খোয়াজা আর অ্যারণ ফিঞ্চ অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন আর তিন নম্বরে শন মার্শকে সুযোগ দেওয়া হবে। যা নিয়ে কোচ ল্যাঙ্গার বলেছেন,
“ওর এনার্জি উঁচুতে রয়েছে আর ভীষণই হাসছে যা একটা ভাল সংকেত। ও বাস্তবে এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ খেলার জন্য উৎসুক কিন্তু আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যে যখন ও সম্পূর্ণ ফিট হবে তখনই ওকে মাঠে নামানো”
অস্ট্রেলিয়া দলের ফর্ম
শনিবার অস্ট্রেলিয়ার দল এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচে তাদের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান দল। অস্ট্রেলিয়া দল আগেও চারবার বিশ্বকাপ জয়ী থেকেছে। রবিবার ৯ জুন ওভালের মাঠে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। এমনটা মনে করা হচ্ছে যে ওয়ার্নার দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আর নিজের দলের হয়ে খেলবেন।