ব্রিসবেন টেস্টে এই ভারতীয় বোলারের পারফর্মেন্সে বেশ খুশি অস্ট্রেলিয়ার সহকারী কোচ, করলেন এই মন্তব্য 1

ব্রিসবেনে চলতি চতুর্থ টেস্টে বেশ ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ ভারতীয় বোলিং লাইন আপকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছিলেন এই জুটি। ১১৩ রানের বড় পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে পাহাড়প্রমাণ স্কোরের দিকে নিয়ে গিয়েছেন এই জুটি। আর শেষে টিম পেইনের দুরন্ত অর্ধশতরানের জেরে অস্ট্রেলিয়া তোলে ৩৬৯ রান। আর এই পাহাড়প্রমাণ স্কোর ভারতের কাছে বেশ কঠিন হবে, বিশেষত ব্রিসবেনের এই পিচে।

India vs Australia 4th Test Day 1: Labuschagne century, Natarajan highlight  see-saw day at Gabba - India Today

তবে অনভিজ্ঞ হলেও নিজেদের ক্ষমতা অনুযায়ী বেশ ভালো বোলিং করেছেন ভারতের বোলাররা। টি নটরাজন, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর – প্রত্যেকেই ভালো বল করেছেন এই পিচে। কিন্তু এনাদের মধ্যে উল্লেখযোগ্য বোলিং করেছেন তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তামিলনাড়ুর এই অফ স্পিনার এসেছেন আর এক তারকা তামিল স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায়। আর এসেই বেশ নজরকাড়া পারফর্মেন্স দিয়েছেন সুন্দর।

Washington Sundar, T Natarajan show toughness and courage in tough Gabba  Test

প্রথম ইনিংসে ৩১ ওভার বল করেছেন ওয়াশিংটন সুন্দর, যেখানে ৮৯ রানে তিনটি উইকেট নেন সুন্দর। যার মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের উইকেট, এছাড়া সেট হয়ে যাওয়া ক্যামেরন গ্রিনকেও দারুণ ডেলিভারিতে আউট করেন সুন্দর। এই অবস্থায়, সুন্দরের প্রতি বিপুল প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি মনে করেন, বেশ শৃঙ্খলার সাথে বোলিং করেছেন সুন্দর। এবং রবিচন্দ্রন অশ্বিনের মত বড় জায়গাটি বেশ ভালো ভাবে পূরণ করেছেন এই তরুণ অলরাউন্ডার।

India vs Australia: 'Love Bowling a Lot of Overs' - Washington Sundar Ready  for Grind of Test Cricket

এই নিয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, “আমার মনে হয় ওরা (ভারতীয় বোলাররা) খুবই ধারাবাহিক ছিল। আমার মনে হয়েছে বিশেষ করে ওয়াশিংটন সুন্দর অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গাটি ভালোভাবেই পূরণ করেছেন এবং বেশ টাইট লেংথে বল করে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে সক্ষম হয়েছেন। তো আমার কাছে, উনি এমন একজন বোলার যিনি খেলার ধরণটিকে বেশ ভালোমতই ধরেছেন আর আমার কাছে উনি বেশ ভালো পারফর্ম করেছেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *