চোট পেয়ে ভারত অস্ট্রেলিয়া সফরের বাইরে চলে গেলেন এই তারকা ক্রিকেটার ! 1
HAMILTON, NEW ZEALAND - MARCH 18: India huddle as a team during day one of the First Test match between New Zealand and India at Seddon Park on March 18, 2009 in Hamilton, New Zealand. (Photo by Sandra Mu/Getty Images)

মিচেল স্টার্কের পর এবার আহতদের তালিকায় চলে গেলেন অস্ট্রেলিয়ার পেস বোলার জশ হেজলউড। এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্য়স্ত অজিরা। মীরপুরে প্রথম টেস্টে তৃতীয় দিনের শুরুতেই পেশীতে টান ধরে হেজলউডের। সবে মাত্র তৃতীয় দিনে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটা ফেলেছিলেন তিনি। তারপরে আর বল করতে পারেনি। অধিনায়কের অনুমতি নিয়ে সোজা মাঠ ছাড়েন। এরপর আর ফিল্ডিং করতেও নামেননি তিনি। তৃতীয় দিনের খেলা শেষের পর অজি ড্রেসিং রুম থেকে জানিয়ে দেওয়া হয়, পিঠ ও পেটের পেশীতে চান ধরায় মীরপুরে টেস্টে আর খেলতে পারবেন না এই অজি ফাস্ট বোলার। অতএব, দশজনের অস্ট্রেলিয়া টিম বাংলাদেশকে সামলাবে বাকি দু’দিন। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তাঁর সার্ভিস আর পাবে না অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। সেপ্টেম্বরে ভারতে সফরে আসবে অস্ট্রেলিয়া একদিনের ও টি-২০ আন্তর্জাতিক ম্য়াচের সিরিজ খেলতে। ভারত সফরেও তাঁকে পাওয়া যাবে না। সেরে উঠতে একমাস সময় লাগবে।
বাংলাদেশ ও ভারত সফরের থেকে ছিটকে যাওয়ায় হেজেলউডকে সোজা অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাঁর বদলে বাংলাদেশ সফরে কাকে পরিবর্ত হিসেবে পাঠানো হবে, তা বুধবার ঠিক করবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এমনকী, ভারত সফরে তাঁর জায়গা কে নেবেন, সে সিদ্ধান্তও বুধবার নেওয়া হবে।
মিচেল স্টার্ক পায়ের চোট সারাতে এখন টিমের বাইরে রয়েছেন। হেজলউড একমাসের জন্য় অনিশ্চিত হয়ে পড়ায় অজি পেস বিভাগ অনেকটা দুর্বল হয়ে পড়ল। আগামী অক্টোবরে ভারত সফরের পর নভেম্বরে অ্য়াসেজ সিরিজ। ঘরের মাঠে ইংল্য়ান্ডকে বেকায়দায় ফেলতে হেজলউডকে নিয়ে পরিকল্পনা সাজিয়েই রেখেছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তার আগে দুই পেস বোলার স্টার্ক ও হেজলউড চোট সারিয়ে সেরে ওঠার কথা থাকলেও ম্য়াচ ফিট কত তাড়াতাড়ি হয়ে উঠতে পারবেন, সেই চিন্তাই এখন ভাবাচ্ছে অজি অধিনায়ককে। নভেম্বরের শেষের দিকে গাব্বায় অ্য়াসেজ সিরিজের প্রথম টেস্টের আগে শেফিল্ড শিল্ড খেলতে দুই পেস বোলারকে নামতে হবে। সেসময়ই তাঁদের ফিটনেস সম্পর্কে জেনে যাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
এদিকে, হেজলউড বাইরে চলে যাওয়ায় ঢাকার মীরপুর টেস্টে প্য়াট কামিন্সকে একা সামলাতে হচ্ছে অজি পেস বিভাগ। সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে খেলা হবে। আর সেখানকার পিচ ঢাকার তুলনায় বেশি মাত্রায় সিম সহায়ক। ফলে হেজলউডের পরিবর্ত খুঁজে নিতে বেগ পেতে হবে অস্ট্রেলিয়াকে।
সতীর্থ সম্পর্কে কামিন্স বলেন, ”হেজলউডের পরিবর্ত খুঁজে পাওয়া সহজ হবে না। গত তিন চার বছর ধরে ও দলের হয়ে টানা খেলে যাচ্ছিল। গত ত্রিশটা টেস্টের মধ্য়ে মাত্র একটা ম্য়াচ মিস করেছিল। এবার ওকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হবে। জশ বলছিল, বাড়িতে ফিরে চুপচাপ বসে টিভিতে খেলা দেখবে। সবাই খেলবে আর ও বসে কাটাবে, সেটা খুব কষ্টকর হবে ওর পক্ষে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *