ভারত-অস্ট্রেলিয়ার মধ্য়ে শেষবারের মতো পাঁচ ম্য়াচের একদিনের সিরিজ দেখছেন ক্রিকেটপ্রেমীরা! 1

অভিনবত্বের ঠেলায় পাঁচদিবসীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের ভবিষ্য়ৎ বিপন্ন হতে চলেছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্য়ে এটাই হয়ত শেষবারের মতো পাঁচ ম্য়াচের একদিনের ক্রিকেট সিরিজ খেলা হচ্ছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) –র মুখ্য় কার্যনির্বাহী কর্তা জেমস সাদারল্য়ান্ড এই মন্তব্য় করেছেন। কারণ, পঞ্চাশ ওভারের ফরম্য়াটে গ্লোবাল লিগ শুরু করার প্রস্তাব রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ায়ক সংস্থা ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর। আর তা যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে পাঁচ ম্য়াচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রয়োজনীয়তা আর সময় থাকবে না কোনও ক্রিকেট খেলিয়ে দেশের কাছে। সাদারল্য়ান্ডের বক্তব্য়, তেরোটি ক্রিকেট খেলিয়ে দেশকে নিয়ে গ্লোবাল লিগ শুরু হয়ে গেলে তখন দ্বিপাক্ষিক সিরিজে তিনটির বেশি একদিনের ম্য়াচ কোনও দল খেলতে চাইবেন না।
যদিও, যে দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে, তারা কতগুলি ম্য়াচ খেলবে, তা তাদের ওপরেই নির্ভর করবে। এনিয়ে কোনও রকম নির্দেশ চালু করছে না আইসিসি বা ভবিষ্য়তে এরকম কোনও পরিকল্পনাও আপাতত নেই। একটি বিদেশি ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষকর্তা সাদারল্য়ান্ড বক্তব্য় রেখেছেন, ”আমার মনে হয় না, আগামী দিনে কোনও ক্রিকেট খেলিয়ে দেশ আর পাঁচ ম্য়াচের  একদিনের ক্রিকেট সিরিজ খেলবে। সিরিজ তিন ম্য়াচেরই হবে। কয়েকটা টি-২০ ম্য়াচের সঙ্গে একদিনের ম্য়াচ খেলে নেওয়া হবে। আইসিসি’র প্রস্তাব অনুযায়ী টেস্ট চ্য়াম্পিয়নশিপ আর গ্লোবাল লিগ চালু হয়ে গেলে কোনও দেশ পাঁচ ম্য়াচের একদিনের দ্বিপাক্ষিক সিরিজ কেনো খেলতে চাইবে! কারণ, গ্লোবাল লিগে তখন প্রত্য়েকটি দলকে ছ’টি হোম ম্য়াচ ও ছ’টি অ্য়াওয়ে ম্য়াচ খেলতে হবে।”
পঞ্চাশ ওভারের ফরম্য়াটে গ্লোবাল লিগ সম্পর্কে সাদারল্য়ান্ড আরও বলেন, ”একদিনের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ভবিষ্য়ত পরিকল্পনা সাজানো হয়েছে, সেই প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হয়ে গেলে প্রত্য়েকটা দল ছ’টা করে ঘরের মাটিতে ম্য়াচ খেলবে। আর বাকি ছ’টা ম্য়াচ বিদেশের মাটিতে গিয়ে খেলতে হবে।” সময়ের সঙ্গে টেস্ট চ্য়াম্পিয়নশিপও জরুরি বলে সাদারল্য়ান্ড মন্তব্য় করেছেন। তিনি বলেন, ”বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া যে টেস্ট সিরিজ খেলল। তাতে দুই দেশ কড়া টক্কর দিয়েছে একে অপরকে। একবার ভাবুন, এর সঙ্গে যদি পয়েন্ট যোগ হয়ে যায়, তাহলে টেস্টের ম্য়াচের ঐতিহ্য় কতটা বেড়ে যাবে। কারণ, পয়েন্ট দখলের জন্য় দু’টি দেশ একটি টেস্ট ম্য়াচকে আরও জোর দিয়ে খেলবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *