বোর্ডের কাছে টাকা চাইলেন সৌরভ-শচীন-লক্ষ্মণ'রা, কারণটা জানলে অবশ্যই অবাক হবেন 1

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলে প্রধান কোচ বাছাই করতে চলেছে উপদেষ্টা কমিটির। ফের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে। সেটাও কোনও পারিশ্রমিক ছাড়াই। কোচ বাছার সিদ্ধান্তের জন্য আবার তাঁরা অনেকের নেক নজরেও পড়েছেন। তবে অনিল কুম্বলেকে কোচ বাছাইয়ের পরও কাজ শেষ হয়নি। ফের বিরাটদের নয়া কোচের সন্ধানে নেমেছে বিসিসিআই। আরও একবার সেই খোঁজের দায়িত্ব সৌরভদের কাঁধে। ঠিক সেই কারণেই পারিশ্রমিক ছাড়া আর উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে কাজ করতে চাইছেন না ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তি।

Image result for sachin souravImage result for sachin souravImage result for sachin sourav

একটা সময় অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ বেছে নেওয়ার সময় বিরাটদের তৎকালীন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী কীভাবে সৌরভের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন, তা সকলেরই জানা। শাস্ত্রী অভিযোগ করেছিলেন, প্রাক্তন ভারতীয় অধিনায়কের মত ছিল না বলেই তাঁর কোচ হওয়া হয়নি। পাল্টা কথা শুনিয়ে ছিলেন সৌরভও। হাজার বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও জাতীয় দলের জন্য সেরা কোচকে বেছে নেওয়ার কাজই করেছিলেন সৌরভ-শচীনরা।

Image result for sachin sourav laxmanImage result for sachin sourav laxmanRelated image

এবার অবশ্য তাঁরা ‘ফ্রি সার্ভিস’ দিতে নারাজ। শোনা যাচ্ছে, নিজেদের পদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এবার পারিশ্রমিক দাবি করেছেন তাঁরা। জানিয়ে দিয়েছেন, বিনা অর্থে কোচ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করবেন না তাঁরা। বিসিসিআই সিইও রাহুল জোহরিকে ইতিমধ্যেই এই প্রস্তাব দিয়েছেন সৌরভরা। শোনা যাচ্ছে, এই ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জোহরি। অর্থাৎ কোচ তরজার মধ্যেই যে বোর্ডের সঙ্গে সিএসি-র মনোমালিন্য শুরু হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Image result for sachin sourav laxmanRelated imageImage result for sachin sourav laxman

শোনা যাচ্ছে, বোর্ডের কয়েকজন আধিকারিক উপদেষ্টা হিসেবে ‘বিগ থ্রি’-কে পারিশ্রমিক দেওয়ার বিরুদ্ধে। কারণ বিসিসিআই-এর এমন আরও কমিটি রয়েছে, যাদের সদস্যরা সাম্মানিক পদে কাজ করেন। তাই উপদেষ্টা কমিটিই বা ব্যতিক্রম হবে কেন। উল্লেখ্য, এর আগেও একবার উপদেষ্টা কমিটি পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও তা খারিজ করে দেয় ভারতীয় বোর্ড। এবার দেখার নতুন কোচ পেতে তিন কিংবদন্তির প্রস্তাব বিসিসিআই মেনে নেয় কিনা।

Image result for sachin sourav laxmanRelated image

প্রসঙ্গত, অনিল কুম্বলের পর ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব কে নিতে চলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই এই নিয়ে শুরু হয় বিস্তর জলঘোলা৷ তবে আপাতত সেই ইস্যুকে চাপা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্যরা৷  কোচ বাছাইয়ের জন্য বোর্ডের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে শচীন-সৌরভ-লক্ষ্মণদের নিয়ে তৈরি উপদেষ্টা কমিটি৷ আর তাই ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর পর্যন্ত দায়িত্বে থাকবেন অনিল কুম্বলেই৷ সেই সঙ্গে অধিনায়ক বিরাটকে এই গোটা পরিস্থিতির সঙ্গে ‘মানিয়ে’ নিতে বলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *