কিংস ইলেভেন পান্জাব দলেই থাকছেন অশ্বিন 1

সম্প্রতি তৈরী হয়েছিল জল্পনা, যে আগামী মরশুমে দিল্লি ক‍্যাপিটালসের জার্সিতে দেখা যেতে পারে অশ্বিনকে।যদিও সম্প্রতি কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক নেস ওয়াদিয়া জানান এবারের ন‍্যায় আগামী বছর পান্জাবের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই ক্রিকেটার।এই বিষয়ে ফ্রান্চাইজির মধ্যে কথা হলেও এখনো পাকাপাকি কোনও সিদ্ধান্তে আসা যায়নি।কিংস ইলেভেন পান্জাব দলেই থাকছেন অশ্বিন 2

“কিংস ইলেভেন বোর্ড মনে করছেন অশ্বিন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, এবিষয়ে দিল্লি দলের সাথে কথা হলেও এখনো কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।” মন্তব্য নেসের।

সুত্রের খবর অনুযায়ী দিল্লি এবং পান্জাব, দুই দল অশ্বিনকে নিয়ে চুক্তি পাকাপোক্ত করলেও কিছু মনিটারিং ই্যসুর জন্যে আশার আলো দেখতে পাচ্ছিলো না। সদ‍্য পান্জাবের কোচ হওয়া অনিল কুম্বলের থেকে বরাবর প্রশংসা পেয়ে এসেছেন অশ্বিন।২০১৭ সালে একটি সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছিলেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন ৬১৮ টি উইকেট নিয়ে।যা অনিল কুম্বলের থেকে একটি কম।প্রসঙ্গত, যেকোনো ফর্ম‍্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি অনিল কুম্বলে।কিংস ইলেভেন পান্জাব দলেই থাকছেন অশ্বিন 3

২০১৮ সালে কিংস ইলেভেন পান্জাবের অধিনায়ক নির্বাচিত হন অশ্বিন।অনেকেই এমন সিদ্ধান্তকে তখন চমকপ্রদ মনে করেন।যদিও অধিনায়ক হিসেবে সেইবার আইপিএলের প্রথম অর্ধে দারুণ কাজ করে ছিলেন তিনি।একসময় তাদের প্লে অফে যাওয়ার বিষয়টি একেবারে পাকাপোক্ত মনে করা হলেও শেষ অবধি তা সম্পন্ন হয়ে ওঠেনি।লিগ টেবিলের সাত নম্বর স্থানে শেষ করে তারা।কিংস ইলেভেন পান্জাব দলেই থাকছেন অশ্বিন 4

২০১৯ এর আইপিএলের প্লে অফে উঠতে ব‍্যার্থ হয় পান্জাব। ১৪ ম‍্যাচে ছয়টিতে জয়লাভ পায় তারা।এরপর থেকেই অশ্বিনের পান্জাব ছাড়ার প্রসঙ্গ ওঠে।যদিও এখন মনে করা হচ্ছে, এমনটা হচ্ছে না।তবে আগামী মরশুমে তাকে অধিনায়কের ভুমিকায় নাও দেখা যেতে পারে।বরং দায়িত্ব দেওয়া হতে পারে কে এল রাহুল কে।

২০২০ ‘র আইপিএলে অনিল কুম্বলে ছাড়াও আরও নতুন মুখ দেখা যাবে পান্জাব কোচিং ইউনিটে।যোগ দেবেন সুনীল জোশি, কোর্টনি ওয়ালশ।এছাড়াও ফিল্ডিং কোচের পদে আসতে পারেন জন্টি রোডস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *