টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারকে বাদ দিয়েই নিজের আইপিএল একাদশ জানালেন আশিস নেহরা 1

আইপিএল শেষ, এবার পালা আন্তর্জাতিক ক্রিকেটের। কিন্তু গত কয়েক মাস ধরে মরুশহরে যে ক্রিকেটের উৎসব পালন হল, তার হ্যাংওভার এখনও কাটেনি অনেকের মধ্যে। এবারের আইপিএল এ একাধিক ক্রিকেটারই নিজেদের সেরা পারফর্মেন্স দিয়েছেন, এর ফলে এত দুরন্ত পারফর্মারদের মধ্যে সেরা একাদশ বাছাটা বেশ কঠিন। আর সেই কঠিন কাজই করে যাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞ, প্রাক্তন ক্রিকেটাররা, এমনকি ক্রিকেটপ্রেমীরা।

IPL 2021: Which players will be let go by Mumbai Indians, Royal Challengers  Bangalore and Chennai Super Kings?

এবার এরকমই এবারের আইপিএল এর সেরা একাদশ তৈরি করলেন ভারতের প্রাক্তন তারকা পেসার আশিস নেহরা। এবং তার একাদশে বেশ কিছু চমক রয়েছে, তা বলাই বাহুল্য। এবারের আইপিএল এ স্টার স্পোর্টসে হিন্দি ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে ছিলেন আশিস, আর সেখানে তিনি নিজের একাদশ ঘোষণা করেছেন।

Battled through pain barrier to keep bouncing back': VVS Laxman applauds Ashish  Nehra for dealing with injuries

দলের দুই ওপেনার হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল এবং সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বেছেছেন নেহরা। এবারের আইপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রাহুল, অন্যদিকে ম্যাচ জেতানোর দিক দিয়ে শিখর ধাওয়ানকে বাদ দিয়ে ওয়ার্নারকে বেছেছেন নেহরা। এই নিয়ে আশিস নেহরা বলেছেন, “আপনি যদি টুর্নামেন্টের পারফর্মেন্সের উপর বিচার করেন, তাহলে আমার দলের দুই ওপেনার হবে কে এল রাহুল ও ডেভিড ওয়ার্নার।”

SRH opt to bat first after winning toss vs KXIP; Khaleel Ahmed in for Kaul  | Cricket News – India TV

এদিকে তিন নম্বরে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে না রেখে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে দলে জায়গা দেন নেহরা। এই নিয়ে আশিস নেহরা বলেছেন, “তিন নম্বরে, আমি বিরাট কোহলিকে নির্বাচন করব না। তিনি রান করতে পারেননি, এই কারণের জন্য ওনাকে নির্বাচন করিনি, কিন্তু সূর্যকুমার যাদব যে পরিমাণে রান করে গিয়েছেন এবং তা তার দলের জন্য কার্যকরী হয়েছে, সেই কারণে সূর্যকে তিন নম্বরে বেছেছি।”

Bad Man Of Indian Cricket, Virat Kohli's Intense Sledging Vs Suryakumar  Yadav Backfired

মিডল অর্ডারে চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহাতারকা এবি ডি ভিলিয়ার্সকে বাছতে কোনও কার্পণ্য করেননি নেহরা। পাঁচ নম্বরে তিনি বেছেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে। আর ছয়ে তিনি নির্বাচন করেছেন মুম্বইয়ের বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এই নিয়ে নেহরা বলেছেন, “এবি ডি ভিলিয়ার্সকে ছাড়া কোনও টি২০ দলই সম্পুর্ণ হয় না। তাই, উনি আমার দলের চার নম্বরে থাকবেন। পাঁচে আমি নেব ঈশান কিষানকে। আমি তাকে উইকেটকিপার হিসেবেও রাখতে পারি যদিও আমার কাছে ডি ভিলিয়ার্স অপশন হিসেবে রয়েছে। ছয়ে থাকবে হার্দিক পান্ডিয়া।”

Ishan Kishan was tired, we had faith in senior players to bat well in Super  Over: Mahela Jayawardene | Sports News,The Indian Express

এরপর বোলিং বিভাগে কিছুটা ব্যাটিংয়ে জোর বাড়াতে নেহরা বেছেছেন রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লেগ স্পিনার রশিদ খানকে। এরপর দুই বোলার হিসেবে ভারতের দুই সেরা বোলার যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহকে বেছেছেন নেহরা। আর অন্তিম বোলার হিসেবে মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন এই দুজনকেই বেছেছেন নেহরা। এই নিয়ে আশিস নেহরা বলেছেন, “এরপর আসবে জোফ্রা আর্চার এবং রশিদ খান, কারণ তারা ব্যাটও করতে পারেন। আর তারপর আসবেন যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ। আমার অন্তিম নির্বাচন হবে রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ শামির মধ্যে। যদি তিন জোরে বোলারের দরকার হয়, তাহলে শামি খেলবে। যদি শুধু দুটি পেসার লাগে, তাহলে অশ্বিন আসবে।” 

Shami, Ashwin run through Bangladesh batting | Deccan Herald

এক নজরে দেখে নেওয়া যাক আশিস নেহরার আইপিএল একাদশ – কে এল রাহুল, ডেভিড ওয়ার্নার, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, জোফ্রা আর্চার, রশিদ খান, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি / রবিচন্দ্রন অশ্বিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *