শেষ পর্যন্ত বড় মঞ্চে সুযোগ পেলেন শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। অসংখ্য ক্রিকেটপ্রেমীদের ইচ্ছা ছিল, পিতার মত পুত্রও যেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে। এর আগে স্কুল ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটে বেশ ভালো পারফর্মেন্স করেছেন এই পেসার অলরাউন্ডার, কিন্তু মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ পাননি অর্জুন। কিন্তু শেষ অবধি স্বপ্ন পূরণের সুযোগ পেলেন এই তরুণ ক্রিকেটার।
আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের তারকাখচিত দলে জায়গায় করে নিয়েছেন অর্জুন তেন্ডুলকর। তবে প্রাথমিক দলে নাম ছিল না অর্জুনের। কিন্তু পরে বিসিসিআই রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে নিজেদের স্কোয়াডের সংখ্যা বাড়িয়ে ২২ করার অনুমতি দিয়েছে। ফলে নিজেদের দলে এক অলরাউন্ডার রাখতে চেয়েছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই মত সুযোগ পেলেন অর্জুন তেন্ডুলকর।
যদিও ওয়ার্ম আপ ম্যাচগুলিতে একেবারেই ভালো খেলতে পারেননি শচিন পুত্র। চার ম্যাচে মাত্র সাত রান করেছেন তিনি, আর বল হাতে কেবল চারটি উইকেট নিয়েছেন এই বাঁ হাতি পেসার। তবে এই প্রথমবার মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ পেলেন অর্জুন। এর আগে ২০১৮-১৯ মরশুমে দলে সুযোগ পাওয়ার সুযোগ থাকলেও পাননি অর্জুন। যদিও তিনি এর আগে ভারতের হয়ে বয়সভিত্তিক ম্যাচ খেলেছেন। এছাড়া ইংল্যান্ড এবং ভারতের সিনিয়র দলের বিরুদ্ধে নেটে বোলিং করেছেন অর্জুন।
তারকাখচিত এই মুম্বই দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব, যিনি গত আইপিএল এ অসাধারণ ফর্মে ছিলেন। এদিকে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার আদিত্য তারে। এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের স্কোয়াড।
সূর্য কুমার যাদব (অধিনায়ক), আদিত্য তারে (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ধবল কুলকার্নি, মিনাদ মাঞ্জরেকর, প্রথমেশ ডাকে, অথর্ব আঙ্কোলেকর, শশাঙ্ক আত্তারদে, শামস মুলানি, হার্দিক তামোরে, আকাশ পারকার, আকারশিত গোমেল, সরফরাজ খান, সিদ্ধেশ লাড, শিবম ডুবে, শুভম রঞ্জনে, সুজিত নায়ক, সাইরাজ পাটিল, তুশার দেশপান্ডে, সুফিয়া শেখ, অর্জুন তেন্ডুলকর, ক্রুতিক হানাগাভদি।