সুনীল গাভাস্কারের নোংরা মন্তব্যে উচিত জবাব দিলেন অনুষ্কা শর্মা, স্তম্ভিত নেটদুনিয়া 1
Anushka-Shaarma-Gives-It-Back-Sunil-Gavaskar-For-His-Distasteful

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। পাশাপাশি গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুলের দুটি ক্যাচও মিস করেছিলেন কোহলি।  আর এর ফলে একাধিক ক্রিকেটপ্রেমী প্রশ্ন তুলেছেন কোহলির ফর্ম নিয়ে। কিন্তু এবার সবকিছুকে ছাড়িয়ে অত্যন্ত কুৎসিত মন্তব্য করেছিলেন ভারতের কিংবদন্তী ওপেনার সুনীল গাভাস্কার।

IPL 2020: Sunil Gavaskar terms this batsman as the 'next big thing' in Indian cricket

কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার শেল্ডন কটরেলের বলে যখন বিরাট কোহলি ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের দিকে রওনা দিচ্ছিলেন, তখন কমেন্ট্রিতে সুনীল গাভাস্কার হিন্দিতে বলে উঠেছিলেন, “ইনহোনে লকডাউন মে বাস অনুষ্কা কি গেন্দোঁ কি প্র্যাকটিস কি হ্যায়”। যার বাংলা করলে দাঁড়ায়, “কোহলি লকডাউনে শুধু অনুষ্কার বলেই অনুশীলন করেছেন।”

Sunil Gavaskar Helps MCA Find MS Dhoni's 2011 World Cup Final Six Ball

আর এই নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের কিংবদন্তী এই ওপেনার। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঝড় তুলে দিয়েছেন কমেন্ট্রি বক্স থেকে তার বিতাড়ণের জন্য। কিন্তু এবার সুনীল গাভাস্কারকে যোগ্য জবাব দিয়ে দিলেন খোদ কোহলি-পত্নী তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা।
Anushka Sharma Biography: Early Life, Family, Husband, Age, Height, Education, Awards and Film Career
নিজের ইনস্টাগ্রাম স্টোরি এবং পেজে সুনীল গাভাস্কারের এই মন্তব্যের কড়া জবাব দেন অনুষ্কা। তিনি লিখেছেন, “মিস্টার গাভাস্কার, আপনার বার্তা অত্যন্ত অপমানজনক কিন্তু আমি খুশি হবো যদি আপনি বুঝিয়ে বলেন কেন আপনি একজন স্ত্রীকে দোষ দেন তার স্বামীর খারাপ পারফর্মেন্সের জন্য? আমি নিশ্চিত দীর্ঘ অনেক বছর ধরে খেলায় ধারাভাষ্য দেওয়ার সময়ে আপনি প্রতিটা ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান দিয়ে এসেছেন।”
Nothing more humbling than experiencing creation of life: Anushka on pregnancy - The Week
সুনীল গাভাস্কারের এই বার্তার মধ্যে কেন তার নাম ঢোকানো হল, সেই নিয়ে অনুষ্কা বলেছেন, “আপনার মনে হয় না আপনার একই ধরণের সম্মান থাকা উচিত আমার ও আমাদের জন্য? আমি নিশ্চিত আপনার মাথায় অনেক শব্দ ও বাক্য ছিল যা আপনি আমার স্বামীর পারফর্মেন্স সম্বন্ধে ব্যবহার করতে পারতেন, নাকি আমার নাম নিয়ে আপনি নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন।”
Gorkhas in Arunachal file complaint with NHRC against Anushka Sharma for sexist slur against community
এই ধরণের কথা আগেও শুনেছেন অনুষ্কা। বিরাটের খারাপ পারফর্মেন্সের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দুষেছেন অনুষ্কাকেই। আর তা শুনতে শুনতে বিরক্ত এই অভিনেত্রী। এই বার্তার মাধ্যমে তিনি লিখেছেন, “এটি ২০২০ সাল আর এখনও আমার জন্য কোনও কিছু বদলায়নি। কবে আমায় ক্রিকেট সংক্রান্ত এই ধরণের আলোচনা থেকে বিরতি দেওয়া যাবে?”
WATCH: An infuriated Anushka Sharma rolls down her car's window and blasts commuter for throwing plastic on the road
সবশেষে গাভাস্কারের উদ্দেশ্যে অনুষ্কা লেখেন, “শ্রদ্ধেয় মিস্টার গাভাস্কার, আপনি একজন কিংবদন্তী যার নাম ক্রিকেটের মত ভদ্রলোকের খেলায় সবচেয়ে উপরে থাকে। আপনার কথা শুনে আমার যা মনে হয়েছে, আমি শুধু এটুকুই বলতে চেয়েছি”
Anushka Sharma Hits Back At Sunil Gavaskar For His 'Distasteful' Comment, Asks Him To Explain His Comment
সুনীল গাভাস্কারের এই মন্তব্যটি যথেষ্টই দ্বিমাত্রিক। বলা বাহুল্য, লকডাউনের সময় বিরাট কোহলি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে নিজেদের মুম্বইয়ের বাড়িতে অনুষ্কা বল করছিলেন এবং বিরাট ব্যাট করছিলেন। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে গাভাস্কারের এমন মন্তব্য, নাকি লকডাউনের মাঝে অনুষ্কার গর্ভবতী হওয়া নিয়ে গাভাস্কারের এই মন্তব্য, এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তবে ব্যক্তিগত স্তরে ভারতীয় দলের অধিনায়কের প্রতি গাভাস্কারের এমন মন্তব্যকে ভালো চোখে দেখেনি নেটিজেনরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *