বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তান সফর করতে তৈরী হচ্ছেন হাসিম আমলা। আমলা হচ্ছেন সে সব তারকা খেলোয়ারদের একজন যারা বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে আগ্রহী হয়েছেন। সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত পাকিস্তান ক্রিকেট কে সাহায্য করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব একাদশের সাথে একটি টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মাসে। বিশ্ব একাদশের হয়ে খেলতে আমলার সাথে আরো পাকিস্তান যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির ও মরননে মরকেল। আসন্ন সফরকে সামনে রেখে এই দক্ষিণ তারকা ব্যাটসম্যান বলেন, “আমি সফরের অপেক্ষায় আছি, দশ বছর পর আবার পাকিস্তানে খেলতে যাব। ক্রিকেট দক্ষিণ আফ্রিক হতে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল আমরা পাকিস্তান যেতে আগ্রহী কিনা। আমরা জানিয়েছি যদি আমাদের বোর্ড অনুমতি দেয় এবং আইসিসি নিরাপত্তা দেয় তাহলে আমরা বিবেচনা করব। যেহেতু নিরাপত্তার বিষয় নিশ্চয়তা দেওয়া হয়েছে তাই আমরা যেতে চাই।”
বিশ্ব ব্যাপী টি-টুয়েন্টি লীগের যুগে অবশেষে দক্ষিণ আফ্রিকা তাদের টি-টুয়েন্টি লীগ আয়োজন করতে যাচ্ছে। এ বিষয় নিয়ে হাশিম আমলা খুব ই আগ্রহী এবং আসন্ন লীগে মনোনিবেশ করতে চায়। আমলা বলেন, “আমাদের নিজেদের এমন একটি লীগ আয়োজন খুব বড় বিষয়। আমরা এত দিন অনেক দেশের টি-টুয়েন্টি লীগ দেখেছি এবং ৫ থেকে ১০ বছর ধরে এগুলোর অংশ ছিলাম। এটা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিজস্ব লীগ। এটার অংশ হতে পারা অনেক বড় বিষয় হবে।”
কে টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা বোলার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমলা বলেন তার নিজ দেশের স্পিনার ইমরান তাহিরের নাম। আর সেরা টি-টুয়েন্টি ব্যাটসম্যান মনে করে নিজ দেশের এবি ডি ভিলিয়ার্স কে। সেরা অলরাউন্ডার হিসেবেও বেছে নেয় দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিস কে। আমলা বলেন, ” আমি এজন্য কৃতজ্ঞ যে ইমরান তাহিরের বল আমার ঘরোয়া ক্রিকেটে খেলা লাগে, আন্তর্জাতিক ক্রিকেটে না। সে একজন অসাধারন বৈচিত্র পূর্ণ বোলার। সে এমন একজন বোলার যে সব সময় ই উইকেট নিতে চায়। আপনি এমন স্পিনার খুব কম দেখবেন যারা ইনিংসের শেষে দিকে বোল করে। এসময় সাধারনত পেসারা বাউন্সার ও ইয়র্কার দিয়ে রান আটকাতে চেষ্টা করে। কিন্তু ইমরান তাহিরের বৈচিত্রময় বোলিং এর জন্য সে তা করতে পারে।”