ভারতের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে দেখে যাদের চোখ আটকে যায়, তারা লোকেশ রাহুলের গার্লফ্রেন্ডকে দেখে হাঁ হয়ে যাবেন। সৌন্দর্য এবং হটনেসে বলিউড অভিনেত্রীকেও পিছনে ফেলে দিতে পারেন তিনি। এখন আপনি ভাবছেন কে সেই সুন্দরী কি বা তাঁর নাম। তাঁর নাম ইলিক্সার নাহার। তাঁর নামের অর্থ অমৃত। বয়স খুব একটা বেশি নয় , মাত্র তেইশ বছর। এই বয়সে দক্ষিণের টপ মডেল তিনি। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি। এরপর তিনি নিজের তাগিদে বড় হন। অল্প বয়সেই মডেলিং জগতে পা রাখলেও শিক্ষাগত যোগ্যতা অর্জনের কথা ভুলে যাননি এই রূপসী কর্ণাটকের কন্যা।
বিরাট কোহলির মতো মিডিয়া তাঁদের পিছনে এতো বেশি ধাওয়া না করলেও ,ইলিক্সার ও রাহুল কে নিয়ে বেশ কথা চলছে। হতেই হবে, গার্লফ্রেন্ড যখন সুন্দরী মডেল। ইনস্টাগ্রামে ইলিক্সারের হট ছবি দেখলে যে কেউই প্রেমে পড়ে যাবেন তাঁর। ক্রিকেটের মাঠে বহুবার রাহুলের হয়ে গলা ফাটাতে উপস্থিত হয়েছেন তিনি। আবার দুজনকে একসঙ্গে পার্টিতেও দেখা গিয়েছে ।
ইলিক্সারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য
নাম – ইলিক্সার নাহার
জন্ম -১৪ই সেপ্টেম্বর ১৯৯৪,
স্কুল – ব্যাঙ্গালোর ইন্টারনেশনাল স্কুল
কলেজ – মাউন্ট কার্মেল কলেজ ,ব্যাঙ্গালোর
পেশা – মডেল, অ্যাঙ্কর, প্রডিউসার, মার্কেটিং এসোসিয়েড
উচ্চতা – ৫ ফুট ৬ ইঞ্চি , ওজন – ৫০ কেজি , ভাইটাল স্টেটাস – ৩৩-২৭-৩৪ , চোখের রং – বাদামী , চুলের রং – কালো
শিক্ষাগত যোগ্যতা – বি.এ. জার্নালিজম, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স ,ইন্টারনেশনাল বাকালরেট ডিপ্লোমা
পছন্দ – বেড়ানো ,সাঁতার কাটা ,পার্টি করা , বই পড়া , লেখা
পছন্দের খাবার – বিট, ফেটা এবং ম্যাপল ওয়ালনাট স্যালাড
পছন্দের মডেল – ইরিনা শায়ক
পছন্দের নায়ক – সলমান খান, ইরফান খান , ঋত্বিক রোশন, রণবীর সিং এবং রায়ান রেনল্ডস
পছন্দের নায়িকা – প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর , আলিয়া ভাট,কাইলি জেনার
পছন্দের ডিরেক্টর – শেখর কাপুর , করণ জোহর
পছন্দের গায়ক -আরমান মালিক , ফেরেল, উইলিয়ামস, এনরিকে ইগলেসিয়া, রিহানা, নিকোল শেরজিন্গারা
পছন্দের লেখক -চেতন ভগত
পছন্দের বই – ফিফটি শেডস অফ গ্রে
পছন্দের ব্র্যান্ড – অ্যাডিডাস, গ্যাপ
পছন্দের রেস্তোরাঁ – অলিভ বিচ , বেঙ্গালুরু