ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে আজ বৃহস্পতিবার টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেলা হচ্ছে। এই টেস্ট ম্যাচে শ নিজের ব্যাটিংয়ে সকলের মন জয় করে নিয়েছেন। পৃথ্বী শ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন। তার সেঞ্চুরির পর পাকিস্থানের কিংবদন্তী জোরে বোলার শোয়েব আকতার তার প্রশংসা করেছেন। তিনি শ’কে স্পেশাল ট্যালেন্ট বলেছেন।
আখতার করলেন প্রশংসা
What a great start in test cricket from young prithvi shaw really impressed to see his talent & hunger to score runs but @ will ..wow carry on young man good luck ..
— Shoaib Akhtar (@shoaib100mph) October 4, 2018
পৃথ্বী শয়ের সেঞ্চুরিতে শোয়েবকে যথেষ্ট প্রভাবিত হতে দেখা যায়। এর মধ্যেই তিনি টুইট করে পৃথ্বীর প্রশংসা করেন। তিনি টুইট করে লেখেন,
“ টেস্ট ক্রিকেটে পৃথ্বী শয়ের কি দারুণ শুরুয়াত হল। রানের খিদে আর তার প্রতিভা দেখে আমি যথেষ্ট প্রভাবিত। এভাবেই খেলতে থাকো”।
শ’ করে দিয়েছেন সকলকে অবাক
রাজকোট টেস্ট ম্যাচে টসের আগে যখন অধিনায়ক বিরাট কোহলি পৃথ্বী শকে ২৯৩ নম্বর অভিষেক ক্যাপ দিলেন। তখন কেউ ভাবতেই পারেনি যে ১৮ বছরের তরুণ ব্যাটসম্যান প্রথম টেস্ট ইনিংসেই ধামাকা করে দেবে। পৃথ্বী শ নিজের টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। শ ৯৯ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। পৃথ্বী শ ডেবিউ টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে কমবয়েসী খেলোয়াড় হয়ে গিয়েছেন।
ভারত প্রথম দিন খাড়া করেছে বড় স্কোর
এর আগে ভারত প্রথম দিন রাজকোট টেস্টে চার উইকেটে ৩৬৪ রান করে মজবুত স্থিতিতে পৌঁছে গিয়েছে। পৃথ্বী ১৮ বছর আর ৩২৯ দিনের বয়েসে ডেবিউ করে মাত্র ৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৫৪ বলে ১৯টি চারের সাহায্যে ১৩৪ রান করেছেন। এছাড়াও চেতেশ্বর পুজারা (৮৬) আর অধিনায়ক বিরাট কোহলিও (অপরাজিত ৭২ রান) হাফসেঞ্চুরি করেছেন। দিনের খেলা সমাপ্ত হওয়ার সময় ঋষভ পন্থ ১৭ রান করে বিরাট কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন। অন্যদিকে রাহানেও ফর্মে ফিরেছেন। তিনি ৪২ রানের ইনিংস খেলেন।