এবারের আইপিএল এর সেরা একাদশ তৈরিতে চমক দিলেন অজিত আগরকার, বাদ দিলেন টুর্নামেন্টের সেরা পারফর্মারকে 1

এবারের আইপিএল এ একাধিক ক্রিকেটারই সেরা পারফর্মেন্স দিয়েছেন। এর ফলে এদের মধ্যে সেরা একাদশ বাছাই করা বেশ কঠিন হয়ে পড়ে ক্রিকেট বিশেষজ্ঞদের জন্য। কিন্তু এবার নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকার। অবাক করার মত বিষয়, তিনি নিজের সেরা একাদশে রাখেননি এবারের আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক কে এল রাহুলকে। পাশাপাশি বিরাট কোহলিকেও বাদ দিয়েছেন আগরকার।

Ajit Agarkar applies for national selector's job, front-runner for  chairman's post | Cricket News - Times of India

স্টার স্পোর্টসের ইউটিউব চ্যানেলে এসে নিজের একাদশ ঘোষণা করেন অজিত আগরকার। ওপেনিংয়ে তিনি রেখেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক এবং ওপেনার ডেভিড ওয়ার্নার এবং দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ানকে। এবারের আইপিএল এ ১৬ ম্যাচ খেলে ৫৪৮ রান করেছেন ওয়ার্নার। শেষের দিকে দুরন্ত পারফর্ম করে দলকে প্লে অফসে নিয়ে গিয়েছিলেন ওয়ার্নার। এদিকে এবারের আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শিখর ধাওয়ান।

I opened for Team India in all three formats' - Shikhar Dhawan responds to David  Warner's 'he doesn't like to face pacers' comment

এরপর তিন ও চার নম্বরে আগরকার বেছেছেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা ভারতীয় সূর্যকুমার যাদব ও ঈশান কিষানকে। এবারের আইপিএল এ ৫০০ এর বেশি রান করেছেন দুজনে, এবং মুম্বইকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন দুজনেই। এরপর ছয় নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডি ভিলিয়ার্সকে বেছেছেন অজিত আগরকার। এবারের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান। ফলে এই তিন তারকাকে নিজের মিডল অর্ডারের জন্য বেছেছেন অজিত আগরকার।

IPL 2020 final: Uncapped Ishan Kishan and Suryakumar Yadav emerge as Mumbai  Indians' batting heroes

অলরাউন্ডারের কোটায় আগরকার বেছেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া এবং দিল্লি ক্যাপিটালসের মার্কাস স্টোইনিসকে। এবারের আইপিএল এ ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও যতটুকু পেয়েছেন, তা পুরোদমে ব্যবহার করেছেন হার্দিক। ১৭০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হার্দিক। এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। ব্যাট ও বল হাতে তিনি একাধিকবার দিল্লির পক্ষে ম্যাচ ঘুরিয়েছেন। এদিকে প্লে অফসের দুটি ম্যাচ তিনি ওপেনিংয়ে নেমেছিলেন।

Marcus Stoinis currently better than Hardik Pandya, says Matthew Hayden,  Sports News | wionews.com

দলের দুই স্পিনার হিসেবে রশিদ খানকে বাদ দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে বেছেছেন আগরকার। এবারের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন চাহাল, ২১টি উইকেট নিয়েছেন তিনি। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিংয়ে সবথেকে ভালো পারফর্ম করেছেন বরুণ চক্রবর্তী। ১৫টি উইকেট নিয়েছেন বরুণ নাইটদের হয়ে।

IND vs AUS 2020: 3 reasons why Varun Chakravarthy should make his  international debut

সবশেষে, দলের দুই পেসার হিসেবে দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা এবং মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহকে বেছেছেন আগরকার। এবারের আইপিএল এর দুই সর্বোচ্চ উইকেট সংগ্রাহককে যে কোনও বিশেষজ্ঞই নিজের দলে রাখবেন।

Kagiso Rabada vs Jasprit Bumrah: Who will take home the Purple Cap? | The  News Minute

এক নজরে দেখে নেওয়া যাক অজিত আগরকারের সেরা আইপিএল একাদশ – ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, এবি ডি ভিলিয়ার্স, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, কাগিসো রাবাডা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *