দলের নতুন ওপেনার বেছে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি! দেখে নিন কার কাঁধে এই দায়িত্ব বর্তাতে চলেছে.. 1

পোর্ট অফ স্পেন: অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কোচের পদ থেকে নিজেই অব্যাহিত দেন ভারতীয় কোচ অনিল কুম্বলে। তাই কুম্বলে-কোহলি বির্তককে সঙ্গে নিয়েই শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত। এই সিরিজে স্পষ্টভাবেই ফেভারিট টিম ইন্ডিয়া।

দলের নতুন ওপেনার বেছে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি! দেখে নিন কার কাঁধে এই দায়িত্ব বর্তাতে চলেছে.. 2
এখন ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট সফরে সীমিত ওভারের দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগ থেকেই কুম্বলের সাথে দ্বন্দ কোহলির। এর মধ্যেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের লড়াইটা বেশ ভালোই করে টিম ইন্ডিয়া। তবে ফাইনালে উঠলেও টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জেতা সম্ভব হয়নি তাদের। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে রানার্স-আপ হয়েই টুর্নামেন্ট শেষ করে ভারত।
ভারতের মিশন এখন ওয়েস্ট ইন্ডিজ জয় করা। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাদের লড়াই শুরু করতে হবে হেড কোচকে ছাড়াই। তারপরও পাঁচ ম্যাচের সিরিজের ফেভারিট ভারত। হঠাৎ করে কুম্বলে সরে যাওয়ায় ভারত এখন কোচবিহীন। প্রায় এক বছর আগে এই ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে কোচ হিসেবে নিজের পথ চলা শুরু করেছিলেন কুম্বলে।

দলের নতুন ওপেনার বেছে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি! দেখে নিন কার কাঁধে এই দায়িত্ব বর্তাতে চলেছে.. 3
সদ্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অনিল কুম্বলে

এখানে দেখুনঃ নীরবতা ভেঙে কোচ কুম্বলে সম্পর্কে অবশেষে মুখ খুললেন বিরাট! 

কোহলি ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারই এখন দলকে সামলাবেন। বির্তককে পেছনে ফেলে নতুনভাবে শুরুর ইঙ্গিত দিলেন বিরাট। এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মাকে। তাহলে তাঁর জায়গায় ওপেন করবেন কে?

দলের নতুন ওপেনার বেছে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি! দেখে নিন কার কাঁধে এই দায়িত্ব বর্তাতে চলেছে.. 4
বিরাট কোহলি

এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল ক্রিকেটপ্রেমীদের মাথায়। তার জবাবও অবশ্য দিয়ে দিলেন বিরাট কোহলি। তিনি জানিয়ে দিয়েছেন শিখর ধাওয়ানের সঙ্গে পাঁচটি ম্যাচেই ওপেন করতে নামবেন অজিঙ্কা রাহানে। এই বিষয়ে  বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “অবশ্যই রাহানে। অজিঙ্কা মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দলকে ভালই নির্ভরতা দেয়। সেখানে ওকে ওপেন করতে পাঠালে, ও সম্ভবত, দলের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে।”

দলের নতুন ওপেনার বেছে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি! দেখে নিন কার কাঁধে এই দায়িত্ব বর্তাতে চলেছে.. 5
অজিঙ্ক রাহানে

তিনি আরও বলেন, “মাঠের বাইরে কি হয়েছে, সেগুলি আমাদের চিন্তার মধ্যে নেই। আমাদের কাজ ক্রিকেট খেলা এবং ভালো ফল করা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই লক্ষ্য নিয়ে আমরা সিরিজ শুরু করব। মাঠের দায়িত্বটা ভালোভাবে পালন করতে সবাইকে অনুরোধ করেছি। ছেলেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে।”

দলের নতুন ওপেনার বেছে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি! দেখে নিন কার কাঁধে এই দায়িত্ব বর্তাতে চলেছে.. 6
শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *