স্বস্তির নিশ্বাস ভারতীয় শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে নামার আগে প্রাক্টিস ম্যাচের শেষ দিনে অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে। এ্যন্টিগুয়াতে অনুষ্ঠিত এই ম্যাচের শেষ দিনে ভারত শুরু করে ২০০ রানের লিড নিয়ে।অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং হনুমা বিহারী শুরুটা করেন দারুণ ভাবে।দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৯৬ রান। বিহারী যিনি প্রথম ইনিংসে করেছিলেন ৩৭ রান, পরের ইনিংসে করেছেন ৬৪ রান ১২৫ বলে। তার ইনিংসে আছে ৯ টি চার এবং একটি ছয়।
অন্যদিকে রাহানে করেন বহু প্রতিক্ষিত অর্ধশতরান দ্বিতীয় ইনিংসে।ওপেনার হিসেবে ব্যাটিং করতে নেমে রাহানে খেলেন ১৬২ বলে ৫৪ রানের ইনিংস।ইনিংস সাজানো ৫ টি চার এবং ১ টি ছয় দিয়ে।স্বাভাবিক ভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে এমন ইনিংস তার আত্মবিশ্বাস ফেরাবে তা বলাই যায়।অন্যদিকে ঋষভ পন্থ আউট হন ১৯ রানে, নয় রানে আউট হন রবীন্দ্র জাদেজা।ঋদ্ধিমান সাহা (১৪ রান) এবং অশ্বিন (১০) রান করে থাকেন অপরাজিত।১৮৮/৫, ইনিংস ডিক্লেয়ার করে ভারত।ওয়েস্ট ইন্ডিজ ” এ ” দলের বিপক্ষে তারা লক্ষ্যমাত্রা রাখেন ৩০৫ রান।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তালিকার দিকে লক্ষ্য করলে দেখা যাবে একের বেশি উইকেট নিয়েছেন একজন ই ,তিনি হলেন আকিম ফ্রাজের।তার স্পেল ২/৪৩ । ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ ” এ ” দলের স্কোর ৪৭/৩ ।একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার জেরেমি সোলান্জো।করেছেন ১৬ রান।
আগামী ২২ শে আগষ্ট থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।প্রসঙ্গত, এই টেস্টের মধ্যে দিয়েই দুই দল খেলতে নামতে চলেছে আইসিসি’র ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়ানশিপে।