ইংল্যান্ড কে হারিয়ে দেওয়ার পর ফের আরেকবার আওয়াজ তুলেছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।সেই সময় তার বক্তব্য ছিলো তাদের ভয় পাওয়া উচিত এইবার বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকী দেশগুলোর। কিন্তু পরবর্তী সময় তার সেই সতর্কীকরণ খুব একটা পাত্তা পেলো না।কারন ফের বিশ্বকাপের হারের মুখ দেখলো পাক দল। এইবার তারা পরাজয় স্বীকার করলো অস্ট্রেলিয়ার কাছে।
এদিন সরফরাজদের হারের পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট হতে থাকে একের পর এক সব মজাদার পোস্ট।পরবর্তী সময়ে সেই বিষয়ে সামিল হন খোদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
টুইট করে সরফরাজদের তীক্ষ্ণ মন্তব্যে বেধেঁন আকাশ।টুইটের শুরটা সরফরাজের সেই মন্তব্যের মধ্যে দিয়ে শুরু করেছিলেন আকাশ, এরপর তিনি লেখেন সরফরাজের নিজেও নিজের টিমকে নিয়ে ভয়ের মধ্যে থাকা উচিত।কারন আজ যে পাকিস্তান খেললো অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই পাকিস্তান নিয়ে ভয় পাওয়া আস্বাভাবিক কোনও বিষয় নয় !
স্বাভাবিক ভাবেই এদিন ম্যাচের পর আকাশের টুইট ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি।এমনকি পরবর্তী সময়ে বেশ কিছু পাকিস্তান ভক্তদের ও দেখা গেছে আকাশের এই কথাকে একপ্রকার প্রায় মেনে নিয়ে এই কথা বলতে, যে তাদের দলটা বড্ডো অনিশ্চয়তা ভরা খেলা খেলছে।
চোখ রাখা যাক ম্যাচের দিকে, এদিন এবারের বিশ্বকাপে তিন নম্বর জয়টা পাওয়া হয়ে গেল অজিদের।ওয়ার্নারদের দেওয়া ৩০৮ এর লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে ২৬৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।এদিন অস্ট্রেলিয়ার পেস এ্যটাকের সামনে মাথা নোয়ায় সরফরাজের দল।প্যাট কামিন্স তিনটে , মিচেল স্টার্ক এবং কেন রিচার্ডসন দুটি করে উইকেট নেয় এদিনের ম্যাচে।
ম্যাচ হারার প্রধান কারন হিসেবে দলের ফিল্ডিং কেই দায়ী করেন সরফরাজ।এই বিষয় ম্যাচে ফারাক গড়ে দিয়েছে বলেই মনে করেন তিনি।একের পর এক ক্যাচ মিস করেছেন পাক ক্রিকেটারেরা, এদিনের গোটা ম্যাচ জুড়ে।এমনকি খোদ অধিনায়ক নিজেও ফিন্চের একটি ক্যাচ মিস করেছিলেন।
পাক দলের ভরাডুবির মাঝে এদিন স্বমহিমায় বিরাজমান ছিলেন মহম্মদ আমির।একটা সময় মনে করা হচ্ছিলো ৩৫০ রানের গন্ডি আরামসে পেড়োবে অস্ট্রেলিয়া।ঠিক এমন একটি সময়, দুরন্ত বোলিং করে ২০১৫ এর বিশ্বচ্যাম্পিয়ান দের এমনটা করতে দেননি।এইদিন পাঁচ উইকেট নিয়েছেন তিনি।