এবছরের বিশ্বকাপের শুরুতেই হতাশজনক পারফরম্যান্স।এরপর আর টুর্নামেন্টে ঘুরে দাড়াতে পারেনি পাকিস্তান।জায়গা হয়নি তাদের শেষ চারে। যার জেরে বরখাস্ত করা হয় কোচ মিকি আর্থারকে। এমনকি বদলে ফেলা হয় পুরোপুরি কোচিং স্টাফ। বিশ্বকাপের পরে আর্থার কোচের ভুমিকায় কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তার কথায় খুব বিশেষ একটা কর্নপাত করেনি পাক ক্রিকেট বোর্ড।ইতিমধ্যে পাক ক্রিকেট দলের কোচের পদে নির্বাচিত হয়েছেন মিসবাহ উল হক। বোলিং কোচের দায়িত্বে এসেছেন ওয়াকার ইউনুস।
এবার এবিষয়ে মুখ খুললেন পাক কোচ মিকি আর্থার।জানালেন গোটা ঘটনার দিকে নজর রেখে হতাশ তিনি।জানিয়েছেন এমনটা কখনও আশা করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।তাদের প্রতি ওনার ছিলো আগাধ বিশ্বাস। ” ওখানে কিছু মানুষের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিলো।তাই স্বভাবতই গোটা ঘটনার দিকে নজর রেখে দারুণ হতাশ আমি।”
এদিন তিনি আরও বলেন , কোচিং স্টাফে মিসবাহ উল হোক এবং ওয়াসিম আক্রমকে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানিকে, যদিও সেই সময় এবিষয়টি তেমন আলোচিত হয়নি।
আর্থারের কোচিংয়ে দারুণ সাফলতা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল।টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের ক্রম তালিকায় উঠে এসেছে ১ নম্বর স্থানে।এমনকি ২০১৭ সালে চ্যাম্পিয়ান্স ট্রফি জিতেছিলো তারা।কিন্তু এইবছরের শুরু থেকে কেমন যেন সমীকরণটা বদলে যেতে থাকে।অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে বিপর্যস্ত হার।বিশ্বকাপের সেমিফাইনালে পৌছাতে ব্যার্থ হওয়া ক্রমশ কোনঠাসা করে দিচ্ছিলো পাকিস্তান ক্রিকেট দলকে।যদিও দলের সাথে কাটানো প্রতিটি মুহুর্ত উপভোগ করেছেন বলেই জানিয়েছেন।এবং পাক কোচ মিসবাহ – উল – হক কে শুভেচ্ছা জানিয়েছেন।
” মিসবাহ দারুণ একজন মানুষ।এবং ও ভালো কাজ করবে বলেই আমার বিশ্বাস।আমি হতাশ কারণ এখানে প্রতিটি মুহুর্ত উপভোগ করেছি আমি।”
প্রসঙ্গত, ইতিমধ্যে নিউজিল্যান্ডের ঘরোয়া টি ২০ লিগ ” সুপার স্ম্যাশ ” এ সেন্ট্রাল স্টেজ দলের কোচ নির্বাচিত হয়েছেন আর্থার।