১৭ মার্চ ২০১৯ এ পাকিস্তান সুপার লীগের ফাইনাল ম্যাচ ড্যারেন স্যামির নেতৃত্বধীন পেশোয়ার জাল্মি আর সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা গ্ল্যাডিয়ার্সের দলের মধ্যে খেলা হয়েছিল। এই ফাইনাল ম্যাচকে নিজেদের দুর্দান্ত প্রদর্শনের কারণে কোয়েটা গ্ল্যাডিয়ার্স ৮ উইকেটের ব্যবধানে নিতে নেয় সেই সঙ্গে পাকিস্তান সুপার লীগের চতুর্থ সংস্করণও নিজেদের নামে করে।
অধিনায়ক ড্যারেন সামি হারের পর হলেন ইমোশনাল
পেশোয়ার জাল্মির অধিনায়ক ড্যারেন সামি হারের পর ইমোশনাল হয়ে যান আর মাঠে বসেই হাউ হাউ করে কাঁদতে থাকেন। তাকে এইভাবে কাঁদতে দেখে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিলেন। জানিয়ে দিই যে তিনি পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয়। যদিও তাকে কাঁদতে দেখে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচ স্যার ভিভিয়ন রিচার্ডস তার কাছে আসেন আর তাকে বোঝান।
এখানে দেখুন ড্যারেন স্যামির কাঁদার ভিডিয়ো
We love you @darensammy88 🤗🤗 pic.twitter.com/oIRSCORD6U
— tubz (@rwpexpress14) 18 March 2019
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারেন যে কিভাবে পেশোয়ার জাল্মির অধিনায়ক ড্যারেন স্যামির হারের পর ইমোশনাল হয়ে যান আর মাঠে বসেই কাঁদতে থাকেন। আপনাদের এই ম্যাচের ব্যাপারে জানিয়ে দিই যে এই ফাইনাল ম্যাচের টস কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দল জেতে আর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে পেশোয়ার জাল্মির দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানই করতে পারে।
পেশোয়ার জাল্মির হয়ে সবচেয়ে বেশি ৩৩ বলে ৩৮ রানের ইনিংস উমর আমিন খেলেন। অন্যদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তরুণ জোরে বোলার মহম্মদ হসন দুর্দান্ত বোলিং করে নিজের কোটার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট হাসিল করেন।
এই লক্ষ্যকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দল ১৭.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে হাসিল করে নেয় আর এই ম্যাচকে তারা ৮ উইকেটের ব্যবধানে জিতে নেয়। কোয়েটা গ্ল্যাডিয়ার্সের হয়ে ওপেনিং ব্যাটসম্যান আহমদ শাহজাদ ৫১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন।