ভিডিও : দেখে নিন ধোনিকে কিভাবে বোকা বানিয়ে আউট করলেন অজি স্পিনার 1

নিজের সুদীর্ঘ কেরিয়ারে উইকেটের পিছনে দাঁড়িয়ে বিপক্ষ ব্যাটসম্যানকে কুপোকাত করে স্ট্যাম্পিং করা জলভাত তার কাছে। আজ নিজেই সেরকম এক স্টাম্পিংয়ের স্বীকার হলেন তিনি। ঠিকই ধরেছেন আপনারা। আমরা কথা বলছি মহেন্দ্র সিং ধোনির কথা। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই উইকেট কিপার ব্যাটসম্যান আজ দ্বিতীয় টি20 ম্যাচে অজি স্পিনার আড্যাম জাম্পার বলে স্ট্যাম্প আউট হয়ে গেলেন।

আজ টসে হেরে ব্যাট করতে নামে কোহলির মেন ইন ব্লু ব্রিগেড। কিন্তু শুরুটা সিরিজের অন্যান্য ম্যাচের মত হলনা তাদের। শুরুতেই ধাক্কা। জেসন বেহেরেন্ডফ এর বিধ্বংসী স্পেলে 27 রানে চার উইকেট খুইয়ে ধুঁকতে থাকে ভারতীয় ব্যাটিং লাইন আপ। এরপর কেদার যাদব আর ধোনি এসে পরিস্থিতি কিছুটা সামাল দেন। দুজনের জুটিতে 33 রানও যোগ করে ফেলেন। দুজনে মিলে পরিস্থিতি যখন কিছুটা সামলে নিয়েছেন বলে মনে করা হচ্ছিল তখনই ঘটে বিপত্তি।

দশম ওভারে যখন আড্যাম জাম্পা বল করতে আসেন তখন ধোনির মনোভাব দেখে বোঝা যাচ্ছিল যে তিনি এবারে আক্রমণ করতে চলেছেন। সেই মত দ্বিতীয় বলে স্টেপ আউট করে চার মারেন তিনি। এরপর পরের বলে আবার ক্রিজ ছেড়ে স্টেপ আউট করতে বেরিয়ে আসার সময় ঘটে বিপত্তি। আড্যাম জাম্পা ধোনির বেরিয়ে আসা অনুমান করে বল শর্ট করেন। ধোনি বলের পিচিং মিস করেন আর বল টার্নিং করার কারণে ব্যাটে বলে সংযোগ করতে ব্যর্থ হন। বল সোজা চলে যায় উইকেট কিপার টিম পেইনের হাতে। মুহূর্তের মধ্যে বেল নাড়িয়ে দিয়ে আর কোনো ভুল করেননি অজি কিপার।

শেষ খবর পাওয়া পর্যন্ত 18.4 ওভারে 8 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 112 রান। ক্রিজে আছেন কেদার যাদব আর জসপ্রীত বুমরাহ।

 

https://twitter.com/84107010ghwj/status/917758615745912832

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *