ভারতীয় টীমের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি একজন বড় মাপের ক্রিকেটার। বর্তমান সময়ের শ্রেষ্ঠদের মধ্যে সবার শীর্ষে তিনি। একথা অনস্বীকার্য। তবে একজন সম্পূর্ণ ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনি তাঁর থেকে অনেক এগিয়ে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব অন্তত তেমনটাই মনে করেন। ভারত এখনও পর্যন্ত যে যে কিংবদন্তী ক্রিকেটারদের জন্ম দিয়েছে তাঁদের মধ্যে ধোনি শ্রেষ্ঠ এবং মহান।

যার হাত ধরে ১৯৮৩ সালের বিশ্বকাপ ভারত জিতেছিল, সেই মহান ক্রিকেটার কপিল দেবের কথায় , ” মহেন্দ্র সিং ধোনি মহান ক্রিকেটার। ৯০ টেস্ট খেলার পরই নিজের জায়গা ছেড়ে দিয়ে তরুণদের সুযোগ করে দিয়েছেন। ও সবসময়ই দেশকে নিজের আগে রেখেছে। ধোনি যেটা করেছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।”

২০১৪ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীনই আচমকা অবসরের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব এবং টেস্ট ক্রিকেট থেকেই বিদায় নেন মাহি। কোনও সংবর্ধনা নয়, কোনও প্রেস কনফারেন্সও নয়। শুধু টীমকে আর ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন যে, তিনি আর টেস্ট খেলবেন না। এরপর বিসিসিআই জানিয়েছিল, টেস্ট থেকে অবসর নিচ্ছেন ভারতের সব থেকে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২০০৭ এবং ২০১১ এর বিশ্বকাপ সহ ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয় করে। ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক যে তিন তিনটি আইসিসি ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছেন। যা শুধু ভারতেই নয় সারাবিশ্বে বিরল।
আর কয়েক মাস পরেই ইংল্যান্ডে শুরু হতে চলেছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর। এখন দেখার বিষয় এটাই যে ওডিআই তে তিনি খেলবেন কিনা।