আগামী ৩০ শে মে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট।দশ দেশের বিশ্বসেরার হওয়া লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্রিকেটপ্রেমী মানুষের মধ্যে তৈরী হয়েছে এক বিরাট উত্তেজনা। উদ্বোধনী ম্যাচে দক্ষিন আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড।একদিকে যেমন কে হবে চ্যাম্পিয়ান ? সেই প্রশ্ন কে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তর্ক -বিতর্ক, তেমন সেরার সেরা ক্রিকেটার হবেন কে? তা ঘিরেও সমান উত্তেজনা সৃষ্টি হয়েছে সকলের মনে।বিশ্বকাপ মানে শুধু সেরার সেরা হওয়া লড়াই নয়, পাশাপাশি তারকা ক্রিকেটার দের নিজেদের ছাপিয়ে যাওয়ার এক অবদমিত লড়াই লক্ষ্য করা যাবে এক্ষেত্রে।কোহলি, গেইল, ওয়ার্নার, রাবাদা, দু প্লেসি, রুট এমন অনেক ক্রিকেটার এগিয়ে আছে এবছর টুর্নামেন্টে সেরা হওয়ার দৌড়ে। সম্প্রতি এবিষয়ে নিজের একান্ত মনোভাব ব্যক্ত করলেন প্রাক্তন তারকা অজি পেস বোলার ব্রেট লি। তিনি এবার টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হিসেবে দেখেছেন বিধ্বংসী অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার কে।
বল-বিকৃতি কান্ডের দায়ে বছর খানেক নির্বাসিত ছিলেন ওয়ার্নার ক্রিকেট থেকে।এবছর আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখা গেছে তার।এবছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন একের পর এক বিধ্বংসী সব ইনিংস।শুধু তাই নয় টুর্নামেন্টের মাঝপথে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য দেশে ফিরে গেলেও শেষ অবধি সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে শেষ করেছিলেন তিনি।রানসংখ্যা- ৬৯২। গড় ৬৯.২০।
দলে প্রতাবর্তনের পর সম্পূর্ণ অন্য এক ওয়ার্নার কে দেখছেন লি।এই ওয়ার্নারের আগে তুলনায় রানের ক্ষিদে বেড়েছে অনেকটাই।যা এবারের অন্যান্য দেশের বোলারদের কাছে খবর , এমনটাই মনে করেন অজি প্রাক্তন ।খুব সহজে তাকে আউট করা যাবেনা।ইনিংসে শুরুর ৩০ -৪০ রানের পর বিপক্ষের বোলারদের চাপে ফেলা শুরু করবেন এই মারকুটে ব্যাটসম্যান,এমনটাই মনে করেন ব্রেট লি।
প্রসঙ্গত, আগামী ১ লা জুন ব্রিস্টল সিটি গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া।