অস্ট্রেলিয়ায় ঘরের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে প্রথম টেস্ট অ্যাডিলেডে খেলা হচ্ছে। অ্যাডিলেড মাঠের চলতি প্রথম টেস্টের চতুর্থ দিন ভারতীয় দল নিজেদের জয়ের প্রস্তুতি করে ফেলেছে।
ভারত অস্ট্রেলিয়াকে দিল ৩২৩ রানের লক্ষ্য, অস্ট্রেলিয়া টি-ব্রেক পর্যন্ত হারাল ফিঞ্চকে
প্রথম টেস্টের চতুর্থ দিন ভারতীয় দল নিজেদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ৩০৭ রানের স্কোর খাড়া করে। আর অস্ট্রেলিয়ার সামনে ৩২৩ রানের বড়ো লক্ষ্য রাখে।
ভারতীয় দল দ্বারা অস্ট্রেলিয়া ৩২৩ রানের লক্ষ্য পাওয়ার পর অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান মার্কস হ্যারিস আর অ্যারণ ফিঞ্চ ধীরে সুস্থে শুরুয়াত করেন, কিন্তু টি ব্রেকের ঠিক আগে অ্যারণ ফিঞ্চ ভারতের স্পিন বোলার আর অশ্বিনের বলে আউট হয়ে যান।
অ্যারণ ফিঞ্চকে রিপ্লেতে পরিস্কার দেখা যায় নট আউট
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং জুটি খুবই বুঝেশুনে প্রথম উইকেটের হয়ে ২৮ রান যোগ করেন, কিন্তু ১২ ওভারের শেষ বলে অ্যারণ ফিঞ্চ উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে অ্যারণ ফিঞ্চের রূপে, কিন্তু যেভাবে রিপ্লেতে দেখা যায় যে অ্যারণ ফিঞ্চ পরিস্কারভাবেই নট আউট ছিলেন। কিন্তু অ্যাম্পায়ার ফিঞ্চকে আউট দেন কিন্তু রিপ্লেতে দেখা যায় যে বল তার ব্যাটে কোনোভাবেই লাগেনি।
ডিআরএস না নেওয়ার দাম দিতে হল ফিঞ্চকে, হারাতে হল উইকেট
এই অবস্থায় অ্যারণ ফিঞ্চের কাছে ডিআরএস নেওয়া দারুণ সুযোগ ছিল,কিন্তু তিনি নিজের সতীর্থ মার্কস হ্যারিসের সঙ্গে আলোচনা করার পর ডিআরএস না নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান। ফলে ডিআরএস না নেওয়ায় তাকে নিজের উইকেট হারিয়ে ভুলের মাশুল গুনতে হয়।
Another big moment just before tea as Finch opts NOT to review! #CloseMatters#AUSvIND | @GilletteAU pic.twitter.com/2sudnA0KAf
— cricket.com.au (@cricketcomau) 9 December 2018
অস্ট্রেলিয়ার কাছে নিজেদের দুটি রিভিউ থাকা সত্ত্বেও ফিঞ্চ তার ব্যবহার করেননি যাতে তাকে ভারি দাম দিতে হয়েছে।