যেখানে বর্তমানে ভারতের দল নিউজিল্যাণ্ডের দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, যেখানে ভারতীয় এ দল ঘরের মাটিতে ইংল্যাণ্ড লায়ান্স দলের সঙ্গে পাঁচ বেসরকারি ওয়ানডে সিরিজ খেলছে। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজের শুরুয়াতি তিন ওয়ানডে ম্যাচকে ইন্ডিয়া এ দল জিতে নিয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচ আজ মঙ্গলবার ২৯ জানুয়ারি খেলা হয়েছে।
ঋষভ পন্থের দুর্দান্ত ইনিংসের দমে ভারত এ জিতল চতুর্থ ওয়ানডে
ঋষভ পন্থের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ইন্ডিয়া এ-র দল চতুর্থ ওয়ানডে ম্যাচ ৬ উইকেটে জিতে নিয়েছে। আসলে প্রথমে ব্যাট করে ইংল্যাণ্ড লায়ান্স দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় এ দল ঋষভ পন্থের দুর্দান্ত ৭৬ বলে ৭৩ রানের ইনিংসের সৌজন্যে এই লক্ষ্য ৪৬.৩ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। কেএল রাহুলও এই ম্যাচে ইন্ডিয়া এ-র জন্য ৪২ রানের যোগদান করেন।
ম্যাচ চলাকালীন মৌমাছিদের হামলায় তিন দর্শক আহত
মঙ্গলবার বিশাখাপট্টনমে ভারত এ আর ইংল্যাণ্ড লায়ান্সের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ চলাকালীন মৌমাছির পাল কিছু দর্শকদের উপর হামলা করে। এই মৌমাছিদের পালের হামলার কারণে তিন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মৌমাছিদের হামলায় ১৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল খেলা
সেই সোঙ্গে মৌমাছিদের হামলায় এদিনের ম্যাচ ১৫ মিনিট পর্যন্ত বন্ধও রাখতে হয়েছিল। যদিও আশার কথা এই যে মৌমাছিদের এই পাল কোনো খেলোয়াড়কেই কামড়ায়নি। আপনাদের জানাই যে এটাই প্রথমবার নয় যখন মৌমাছির পাল কোনো ম্যাচে হামলা করেছে। এর আগেই মৌমাছিদের হামলা বেশ কিছু ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
Swarm of bees attack some spectators during India A- England Lions 4th ODI. Three persons admitted in hospital. Match stopped for 15 minutes. No player bitten . #INDAvENGL
— Joby George (@JobyGeo19345834) 29 January 2019