ভারত মানেই ক্রিকেটের পরিপূর্ণতা। সময়ের সাথে সাথে ক্রিকেট যতই উন্নতি লাভ করছে ঠিক ততই সাফল্যলাভ করছে ভারত ক্রিকেট দল। তাদের ক্রিকেট ইতিহাসে সেরা সেরা ব্যাটসম্যানদের অভাব নেই।
আসুন জেনে নেওয়া যাক টেস্ট র্যাংকিংয়ে এক নাম্বার হওয়া সাত ব্যাটসম্যানের নাম-
১) সুনীল গাভাষ্কারঃ
ভারতের এই লিজেন্ডারি ক্রিকেটার সর্বকালের সেরা কয়েকজন টেস্ট ব্যাটস্যানদের মধ্যে একজন। কিংবদন্তী এই ক্রিকেটার প্রথম ক্রিকেটার হিসেবে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এবং ক্যারিয়ারে ৩০ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দারুণ পারফরমেন্স করে ৯১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ে এক নাম্বার ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করেন।
২) দিলীপ বেঙ্গসরকারঃ
তিনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন।
ভিভ রিচার্সড, বোর্ডারদের আমলে তিনি তার ক্যারিয়ারের সেরা কৃতিত্ব দেখান। ভারতের হয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেন তারপর ক্যারিয়ারের সেরা ফর্ম কাটান। ১৯৮৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের সেরা ৮৩৭ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ে এক নাম্বার স্থানে নিজের নাম লেখান।
৩) শচীন তেন্ডুলকরঃ
তাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয় এবং সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলেয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন তিনি। টেস্টে ৫১ টি সেঞ্চুরির মালিক। ৮৯৮ পয়েন্ট নিয়ে তিনি একটানা ১১৫৭ দিন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিলেন।
৪) রাহুল দ্রাভিড়ঃ
ভারত ক্রিকেট দলের দেয়াল বলা হত থাকো। সর্বকালে সর্বসেরা টেস্ট একাদশে এবং ভারতে অলটাইম একাদশে তিনি সবসময় জায়গা পাওয়ার মত যোগ্য ক্রিকেটার। তার ব্যাটিং দৃঢ়তা ও দায়িত্ববান ব্যাটিং সবসময় দলের সাফল্যলাভে কাজে আসতো। এই সেরা ব্যাটসম্যান ৮৯২ পয়েন্ট নিয়ে একবার আইসিসি টেস্ট র্যাংকিংয়ে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পান।
৫) গৌতম গম্ভীরঃ
গৌতম গম্ভীর ভারতের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান। মর্ডান ক্রিকেট যুগের সেরা ব্যাটসম্যান তিনি। ২০০৮-২০১০ সাল সময়টায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। এই সময় ৮৮৬ পয়েন্ট নিয়ে টেস্টে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করেন।
৬) বীরেন্দ্র সেহবাগঃ
ভারতের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তিনি। মারকুটে এই ব্যাটসম্যানের রয়েছে অগণিত টেস্ট রেকর্ডস। ২০১০ সালে ৮৬৬ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের এক নাম্বার পজিশনে জায়গা করে নেন।
৭) বিরাট কোহলিঃ
২০১০ সালের পর প্রায় ৮ বছর পর আবার কোনো ভারতীয় ক্রিকেটার টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে জায়গা পেয়েছে আর সেই রেকর্ডটি এসেছে কোহলির হাত ধরেই। রেকর্ড পরিমাণ রেটিং পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান হয়েছেন বিরাট কোহলি। সুনীল গাভাষ্কারের করা ৯১৬ রেটিং পয়েন্ট ভেঙ্গে ৯৩৪ পয়েন্ট নিয়ে এক নাম্বার ব্যাটসম্যান হয়েছেন কোহলি।