T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার মাটিতে বসেছে এই বছরের T20 বিশ্বকাপের আসর। ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট এই ফরম্যাটের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে বিশ্বের বিভিন্ন্য কোন থেকে ছোট ছোট দেশগুলি ক্রিকেট খেলার বেপারে আগ্রহ প্রকাশ করে চলেছে। এই বছর বিশ্বকাপের মঞ্চে মোট ১৬টি দেশ অংশগ্রহন করলেও মূলপর্বে মোট ১২টি দেশ একে ওপরের মুখোমুখি হতে চলেছে। এই বছর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট মাঠে খেলা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি। এই বছর বিশ্বকাপে প্রতিটা দল নিজেদের শক্তিশালী দল গঠন করেছে তাতে এটা পরিষ্কার বলা যেতেই পারে এই বছর বিশ্বকাপে যেকোনো দল নিজেদের বিপক্ষ দলকে কিস্তিমাত করার ক্ষমতা রাখে।
অসাধারণ একটি জয় দিয়ে শুরু করলো ভারতীয় দল। এমন উত্তেজনা পূর্ণ ম্যাচ খুব কম দেখা যায়। শেষ বল অব্ধি ভাগ্যের প্যান্ডুলাম একদিক থেকে অন্যদিকে দুলছিলো। মেলবোর্ন সেদিন হাউসফুল ছিল,পরিবেশ ছিল মোহময়ী আর দর্শকরা তাদের টিকেটের পয়সা উশুল করেই বাড়ি ফিরতে পেরেছিলেন। আহা, কী অসাধারণ একটা দ্বৈরথ! পাকিস্তানকে হারিয়ে এই বছর T20 বিশ্বকাপ অভিযান শুরু করার পর আজ সিডনিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। এই ম্যাচে আরো একবার ভারতীয় ব্যাটিংয়ের শক্তি প্রদর্শন করতে দেখা গেছে, বিশেষ করে দুরন্ত ছন্দে থাকা বিরাট কোহলির। এছাড়াও আজকের ম্যাচে ভারতীয় দলের বোলিং বিভাগ এবং ফিল্ডারকেও দুরন্ত ছন্দে দেখা গেছে। গ্রুপে ৪পয়েন্টস নিয়ে বর্তমানে ভারতীয় দল গ্রুপ তালিকার শীর্ষে রয়েছে। আমরা এখানে এমন ৫টি কারণ নিয়ে আলোচনা করবো যা দেখে মনে করা যাচ্ছে এই বছরের বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দল প্রবল ভাবে দাবিদার এবং তারা যেকোনো দলকে চেলেঞ্জ ছুড়ে দিতে সদা প্রস্তুত।
বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের ফর্ম
বেশ কিছু ধরে একদম রানের মধ্যে ছিলেন না বিরাট কোহলি কিন্তু বর্তমান ভারতীয় দলের প্রধান ৩নাম্বার ব্যাটসম্যান পাকিস্তান ম্যাচে অসাধারণ ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে বিশ্ববাসীকে পুনরায় বুঝিয়ে দিলেন কেনো তাকে এখনো কিং কোহলি বলা হয়ে থাকে। ডানহাতি এই ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে রান মেশিন নামে সব থেকে জনপ্রিয় এবং তিনি রান তারা করেই জিততে পছন্দ করেন। পাকিস্তান ম্যাচে যখন ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের সম্মূখীন ঠিক সেই সময়ে হার্ডিকের সাথে জুটি বেঁধে ৮২রানের নট আউট ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলো এবং আজকের ম্যাচেও তিনি ৬২রানের নট আউট ইনিংস উপহার দিয়েছেন। ভারতীয় ক্রিকেটে বর্তমানে তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন সূর্যকুমার যাদব,যিনি ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে ভারতীয় ৩৬০ ক্রিকেটার হিসাবে বিখ্যাত হয়ে উঠেছেন। পাকিস্তান ম্যাচে তিনি রান না পেলেও আজকের ম্যাচে ঝোড়ো অর্ধ-শতরান করে তিনি বুঝিয়ে দিয়েছেন কেনো তাকে ভারতীয় দলের অন্যতম ব্যাটিং ভরসা হিসাবে মনে করা হয়ে থাকে। তাই এটা বলা যেতেই পারে এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং ফর্ম দেখে এটা নিশ্চিত ভারতীয় দল এই বছর বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।