ক্রিকেট হলো একটা মহাকাশের মতো যেকানে প্রতিনিয়ত কোনো তারার উৎপত্তি হয় আবার ঠিক তেমনি কোনো তারা খসে পরে। ক্রিকেট ইতিহাসে আমরা বহু ক্রিকেটারদের দেখেছি যারা খুব অল্প বয়েসে নিজেদের ক্রিকেট ক্যরিয়ার শুরু করে বহুদিন ধরে বিশ্ব ক্রিকেট শাসন করেছেন, আবার এমন ক্রিকেটারদের দেখা গেছে যারা খুব অল্প সময়ের মধ্যে বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রতিষ্টিত করার পরেও পরবর্তীতে নিজেদের ক্যরিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। আধুনিক যুগের ক্রিকেটে প্রত্যেক ক্রিকেটার দের ওপর আলাদা আলাদা চাপ থাকে এবং তারা যদি সেই চাপ নিতে সক্ষম না হন তাহলে পুরো ক্রিকেট দুনিয়া তাই বিদ্রুপ করে। আমরা এখানে ৫ জন এমন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা খুব অল্প বয়েসে ক্রিকেট ইতিহাসে পরিচিত হবার পরেও নানা কারণে অবসর নিতে বাধ্য হয়েছেন।
হ্যারি গার্নি
ইংলিশ বাঁহাতি ফাস্ট বলার হ্যারি গার্নি খুব অল্প বয়েসেই বিশ্ব ক্রিকেটে নিজের পরিচয় বানিয়ে ফেলেছিলেন। তিনি ইংল্যান্ড দলের হয়ে মাত্র ১০টি একদিবসীয় ম্যাচ এবং ২টি t20 ম্যাচ খেলেছিলেন। হ্যারি গার্নি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়েরে একবার মাত্র ৪ উইকেট নিয়েছিলেন। ৩৪বছর বয়েসে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।