আইপিএল ২০২০ ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি স্থগিত করে দেওয়া হয়। এখন এই টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে কিন্তু তার সেই সময় শুরু হওয়ার আশা কমই দেখা যাচ্ছে। এই অবস্থায় এই মরশুকে বাতিলও করা হতে পারে। এটা প্রথমবার যখন আইপিএল মরশুমকে বাতিল করতে হবে। যদি মরশুম বাতিল হয় তো তা বেশকিছু খেলোয়াড়ের জন্য বড়ো ধাক্কা হবে। আজ আমরা আপনাদের এমন ৫জন খেলোয়াড়ের ব্যাপারে জানাতে চলেছি।
মহেন্দ্র সিং ধোনি
ভারতীয় দলের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ ২০১৯ এর পর থেকেই দলের বাইরে রয়েছেন। তিনি কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচ খেলেননি। দলে তার প্রত্যাবর্তন সম্পূর্ণভাবে আইপিএলের উপর নির্ভর ছিল। গত দুটি মরশুমে তার ব্যাট থেকে ভালো রান এসেছিল আর সিএসকেও ফাইনালে খেলেছিল। আইপিএল ১৩র জন্য ধোনি প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কিন্তু এখন টুর্নামেন্টের আয়োজনের উপরই প্রশ্ন উঠে পড়েছে। এই বছরের শেষ দিকে টি-২০ বিশ্বকাপ হবে। ধোনি আইপিএলে না খেলতে পারলে ভারতীয় দলে তার প্রত্যাবর্তনের কোনো বিকল্প থাকবে না। এই অবস্থায় এই টুর্নামেন্ট না হলে সেটা তার পক্ষে বড়ো লোকসান হবে।