ঋষভ পান্থ

বর্তমান ভারতীয় দলের ৩টি ফরম্যাটেই প্রধান উইকেটকিপার হলেন ঋষভ পান্থ। বাঁহাতি এই বিধংসী ব্যাটসম্যান টেস্ট এবং একদিবসীয় ফরম্যাটে যে ভাবে বেটিং পারফর্মেন্স করে দেখিয়েছে সে ক্ষেত্রে তার জায়গা দলে নিশ্চিত সে কথা বলা যেতেই পারে কিন্তু t20 ফরম্যাটে তিনি সেই ভাবে জ্বলে উঠতে পারেননি। তাই মনে করা যাচ্ছে আসন্ন এশিয়া কাপের মঞ্চ তার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে তার পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই আগামী বিশ্বকাপের মঞ্চে তাকে দলে সুযোগ দেওয়া যেতে পারে।