TOP 5: ৫ জন ক্রিকেটার যারা T20 ফরম্যাটে খুব শীঘ্রই ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন !! 1

প্রতিটা ক্রিকেটার স্বপ্ন দেখেন তারা যেন নিজের দেশের হয়ে দীর্ঘ্য সময় ধরে ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেন। কিন্তু ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার পর খুব সামান্য কয়েকটি ম্যাচ খেলেই হয় চোটের কারণে নাহলে দলের হয়ে পর্যাপ্ত সুযোগ না পাবার কারণে ক্রিকেট ছেড়ে অন্যকোনো পেশা বেছে নিয়েছেন। প্রতিটা খেলোয়াড়কেই তাদের সেরা খেলাটা মাঠে উজাড় করে দেবার জন্য কঠোর পরিশ্রম এবং কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় সেটা আমরা জানি। একজন ক্রিকেটারকে দীর্ঘ্য সময় ধরে ক্রিকেট খেলার জন্য পরিশ্রম এর পাশাপাশি মানসিক দিক থেকেও ভীষণ শক্ত থাকতে হয় কারণ দলে টিকে থাকতে গেলে তরুণ প্রতিভাদের মতোই তাকে সমান পারফর্মেন্স করে দেখানোর প্রয়োজন থাকে।

TOP 5: ৫ জন ক্রিকেটার যারা T20 ফরম্যাটে খুব শীঘ্রই ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন !! 2
India’s Bhuvneshwar Kumar (R) celebrates with team captain Rohit Sharma after dismissing Pakistan’s Naseem Shah during the Asia Cup Twenty20 international cricket Group A match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on August 28, 2022. (Photo by Giuseppe CACACE / AFP) (Photo by GIUSEPPE CACACE/AFP via Getty Images)

ভারতীয় ক্রিকেট দল এই বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা T20 বিশ্বকাপের জন্য নিজেদের দল প্রায় সাজিয়ে ফেলেছে বলেই মনে করা যাচ্ছে। ভারতীয় দল বিশ্বকাপের জন্য তাদের বোলিং বিভাগে পেস বলার ভুবনেশ্বর কুমারকে জায়গা করে দিয়েছেন। ডানহাতি এই ফাস্ট বোলার বর্তমান ক্রিকেট বিশ্বের সুইং পেস বোলারদের মধ্যে অন্যতম। এছাড়াও ভুবনেশ্বর কুমার ভারতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে একজন নিয়মিত সদস্য। অতীতে ভুবনেশ্বর কুমার ভারতীয় দলকে বহু ম্যাচ জেতানো বোলিং স্পেল উপহার দিলেও বর্তমানে টেস্ট ফরম্যাট ছাড়া বাকি দুটি ফরম্যাটে তিনি সেইভাবে নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি বহুদিন দলের হয়ে বেশ কয়েকটি T20 সিরিজে অংশগ্রহন না করলেও ভারতীয় নির্বাচক মন্ডলী সদ্য সমাপ্ত এশিয়া কাপের মঞ্চে তাকে সুযোগ করে দিয়েছিলেন এবং তিনি সেখানেও নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। এশিয়া কাপের মঞ্চে তার খারাপ পারফর্মেন্সের পরেও তাকে বিশ্বকাপের জন্য ১৫সদস্যের দলে রাখা হয়েছে বলেই জানা গেছে। তাই আমরা এখানে এমন ৫জন ভারতীয় বোলারদের নিয়ে আলোচনা করবো যারা আগামী দিনে ভুবনেশ্বর কুমারের বদলে ভারতীয় দলের হয়ে ছোট ফরম্যাটে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে পারেন বলেই মনে করা যাচ্ছে।

মহসিন খান

TOP 5: ৫ জন ক্রিকেটার যারা T20 ফরম্যাটে খুব শীঘ্রই ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন !! 3

উত্তরপ্রদেশের তরুণ বাঁহাতি পেস বোলার মহসিন খান এই বছর আইপিএল এর মঞ্চে তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। মহসিন খান আইপিএল এর পাশাপাশি ভারতীয় ঘরোয়া ক্রিকেটেও ছোট ফরম্যাটে অসাধারণ বোলিং পারফর্মেন্স করে চলেছেন। ২০১৮সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিলেও মাঠে নামার সুযোগ করে দেয়নি কিন্তু এই বছর আইপিএল এর নতুন দল লখনৌ সুপার জায়েন্ট এর মাঠে নেমে অসাধারণ বোলিং স্পেল দেখিয়ে সমগ্র ক্রিকেট বিশ্বকে হতবাক করেছেন। যেহেতু বর্তমানে ভারতীয় দলে বাঁহাতি পেস বোলারের সংখ্যা খুব কম তাই আশা করা যাচ্ছে মহসিন খান হয়তো খুব শীঘ্রই দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে চলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *