এমন ৪টি দল যারা ওয়ানডেতে ৫০০ রানের বাধা অতিক্রম করতে পারে, দেখে নিন ভারত কত নাম্বারে 1

কয়েক দিন আগে ক্রিকেট বিশ্ব এক বড় বিস্ময়ের মধ্য দিয়ে গিয়েছে, যখন ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের দলীয় সংগ্রহের রেকর্ডটিকে চুরমার করে দিয়ে নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ান বোলারদেরকে তুলোধুনো করে ছয় উইকেট হারিয়ে ৪৮১ রানের এক পাহাড়সম রান স্কোরবোর্ডে জমা করে ইয়োন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টোর টর্নেডো সেঞ্চুরি এবং অধিনায়ক মরগানের ২১ বলে অর্ধশত রানের ইনিংসটি বড় স্কোরের ভিত গড়ে দেয় ইংলিশদেরকে। দলীয় ৪১ টি চার ও ২১ টি ছয়ের মার ছিল পাহাড়সম রানের ইনিংসে।

এমন ৪টি দল যারা ওয়ানডেতে ৫০০ রানের বাধা অতিক্রম করতে পারে, দেখে নিন ভারত কত নাম্বারে 2

যদিও ইংল্যান্ডকে ৫০০ রানের থেকে মাত্র ১৯ রানে গিয়ে থামতে হয়েছে কয়েকটি দলের পক্ষে সম্ভব এই বাধা অতিক্রম করে রেকর্ড বইয়ে নাম লেখানোর। এখানে আমরা দেখবো এমনই ৪ টি দলের ব্যাপারে যারা হয়ত নিকট ভবিষ্যতে ৫০০ রানের এই মাইলফলক ছুঁয়ে ফেলবে।

৪. নিউজিল্যান্ডঃএমন ৪টি দল যারা ওয়ানডেতে ৫০০ রানের বাধা অতিক্রম করতে পারে, দেখে নিন ভারত কত নাম্বারে 3

যদিও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ৪০০ রানের বেশি সংগ্রহ করেছে মাত্র একবার, পাশাপাশি ৩৯০ এর বেশি করেছে তিনবার, তবে এব্যাপারে সন্দেহ নেই বর্তমান নিউজিল্যান্ড দলটি ৫০ ওভারে ৫০০ রান করার সামর্থ্য রাখে। নিউজিল্যান্ডের দুই ওপেনিং সতীর্থ মারটিন গাপটিল এবং কলিন মুনরো হচ্ছেন বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।

এছাড়া মাঝের ওভারগুলোতে ব্লাক ক্যাপসদের আছে কেন উইলিয়ামসন, টম লাথাম, কলিন ডি গ্রান্ডহোম ও রস টেলরের মত ব্যাটসম্যান যারা যেকোনো বোলিং আক্রমণকে নাস্তানাবুদ করার সামর্থ্য রাখেন।

৩. দক্ষিণ আফ্রিকাঃএমন ৪টি দল যারা ওয়ানডেতে ৫০০ রানের বাধা অতিক্রম করতে পারে, দেখে নিন ভারত কত নাম্বারে 4
৫০ ওভারের ক্রিকেটে বড় রান সংগ্রহের ব্যাপার যখন আসে তখন এই ব্যাপারে খুব ভালোভাবেই জানে দক্ষিণ আফ্রিকা। কারণ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৪০০ রানের বেশি সংগ্রহ করার রেকর্ডটি তো তাদেরই দখলে। তারা এখন পর্যন্ত ছয়বার এই মাইলফলক অতিক্রম করেছে এবং শেষবার ছিল ২০১৫ সালে ভারতের বিপক্ষে। তারচেয়েও বড় কথা হচ্ছে প্রোটিয়ারা ২০০৬ সালে অস্ট্রিলার বিপক্ষে ৪৩৪ রানের বড় টার্গেট চেজ করে ম্যাচ জিতে নেয়।
যদিও প্রোটিয়া দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এখনো দলে যথেষ্ট ব্যাটসম্যান রয়েছে যারা ৫০০ রানের বাধা অতিক্রম করতে সমর্থ। যার মধ্যে অন্যতম হচ্ছেন- হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এইডেন মারক্রাম, ডেভিড মিলার ও কুইন্টন ডি কক।

২. ভারতঃ

এমন ৪টি দল যারা ওয়ানডেতে ৫০০ রানের বাধা অতিক্রম করতে পারে, দেখে নিন ভারত কত নাম্বারে 5

টিম ইন্ডিয়া সব সময়ই শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য ক্রিকেট বিশ্বে বিখ্যাত এবং বর্তমান দলটিও এর বাইরে নয়। টপ অর্ডারে তাদের আছে রোহিত শর্মার মত ব্যাটসম্যান যিনি ওয়ানডে ক্রিকেটে তিনবার দ্বিশতক হাকিয়েছেন। এছাড়াও আছেন বিরাট কোহলির মত ব্যাটসম্যান যিনি এরই মধ্যে ৩৫ টি শতক হাকিয়েছেন। মিডল অর্ডারে রয়েছে মহেন্দ্র সিং ধোনি, হার্ডিক পান্ডিয়া ও মনিষ পান্ডের মত ব্যাটসম্যান। তাই এই ভারতীয় দলটি ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলে অবাক হওয়ার মত কিছুই থাকবেনা।

১. ইংল্যান্ডঃ

এমন ৪টি দল যারা ওয়ানডেতে ৫০০ রানের বাধা অতিক্রম করতে পারে, দেখে নিন ভারত কত নাম্বারে 6
২০১৫ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবার পর থেকেই ইংল্যান্ড দল অন্যরকম শক্তিশালী হয়ে গিয়েছে। বর্তমান ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর দল তারা। ওপেনিং থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত তাদের আছে এমন সব ব্যাটসম্যান যারা ম্যাচের যেকোনো সময়ই দ্রুত রান তুলতে পারেন। তাই ৫০০ রানের মাইলফলক ছোঁয়ার তালিকায় সবার উপরেই আছে ইয়োন মরগানের দল।

 

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *