আইপিএল,আধুনিক বিশ্ব ক্রিকেট ইতিহাসের সর্বাধিক জনপ্রিয় একটি টুর্নামেন্ট যেখানে পারফর্ম করার জন্য প্রতিটা ক্রিকেটার মুখিয়ে থাকেন। বিশ্ববিখ্যাত এই t20 লীগ ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশী ক্রিকেটারদের এমন ভাবে আকৃষ্ট করে চলেছে যার ফলে প্রায় প্রতিবছর এই টুর্নামেন্টে অংশগ্রহন করার জন্য বহু অজানা ক্রিকেটারদের সাথে আমরা পরিচিত হয়ে থাকি। জনপ্রিয়তার পাশাপাশি এই প্রতিযোগিতা ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ্য ধনী প্রতিযোগিতার আখ্যা পেয়েছে বলেও আমরা সকলেই জানি। এছাড়াও তারকা খচিত এই টুর্নামেন্টের চাহিদা ক্রমশ বেড়ে চলার কারণে আইপিএল নির্বাচন কমিটি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যৌথ উদ্যোগে আরো দুটি নতুন দলের সংযোজন করা হয়েছে যাতে করে আরো বেশি করে তরুণ ক্রিকেটাররা সুযোগ পান এবং নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়ে দর্শকদের মনোরঞ্জের পাশাপাশি নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করতে পারেন।
আগামী বছর ক্রিকেট প্রেমীদের জন্য পরস্পর মনোরঞ্জনের জন্য আইপিএল এবং t20 বিশ্বকাপের আসর বসতে চলেছে। খবর সূত্র অনুযায়ী ২০২৪ এর মিনি বিশ্বকাপের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যা শুরু হবে জুন মাস থেকে। অপরদিকে গতবছর আইপিএল এর মঞ্চ শেষ হবে মে মাসে। সেহেতু এটা নিশ্চিত করে বলা যেতেই পারে গতবছর ক্রিকেটারদের শারীরিক ধকল খুব বেশি চিন্তায় রাখবে তাদের ক্রিকেট বোর্ডদের। এই প্রতিবেদনে আমরা এমন ৪জন ক্রিকেটকে নিয়ে আলোচনা করবো যারা আগামী বছর t20 বিশ্বকাপের জন্য আইপিএল এর মঞ্চে অংশগ্রহন করতে নাও পারে বলেই মনে করা যাচ্ছে।
বেন স্টোকস:

তালিকায় সর্বপ্রথম নামটি হলো বর্তমান ইংলিশ অধিনায়ক তথা বিশ্বকাপ বিজয়ী সুপারস্টার ক্রিকেটার বেন স্টোকসের (Ben Stokes)। জনপ্রিয় এই অলরাউন্ডার যিনি তার বিধংসী বাঁহাতি ব্যাটিং এবং ডানহাতি ফাস্ট বোলিংয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। আইপিএল এর মঞ্চেও তিনি একাধিক দলের হয়ে পারফর্ম করেছেন এবং ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। গতবছর বেশ মোটা টাকার বিনিময়ে আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপারকিংস তাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু মনে করা যাচ্ছে আগামী বছর বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে তিনি আইপিএল এর মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।
মিচেল স্টার্ক:
তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তারকা এই অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলার তার বিখ্যাত সুইং বোলিং এবং বিষাক্ত ইয়র্কার এর জন্য প্রসিদ্ধ হয়ে রয়েছেন। স্টার্ক বরাবর আন্তর্জাতিক মঞ্চে যথাযত পারফর্ম করার জন্য t20 লীগ থেকে দূরে থাকেন এবং তাকে ২০১৫ সালে শেষ বার আইপিএল এর মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। তাই এটা বলা যেতেই পারে আগামী বছর মিনি বিশ্বকাপের জন্য তিনি আইপিএল এর মঞ্চে পারফর্ম করবেন না।
প্যাট কাম্মিনস:
এই তালিকায় তৃতীয় ক্রিকেটার হলেন প্যাট কাম্মিনস (Pat Cummins)। বর্তমান অস্ট্রেলিয়ান অধিনায়ক তথা অস্ট্রেলিয়া দলের নির্ভরযোগ্য ডানহাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার এই মুহূর্তে যেকোনো দলের কাছে একজন ত্রাস ক্রিকেটার হিসাবে পরিচিত হয়ে রয়েছেন। আইপিএল এর মঞ্চে তিনি একাধিক দলের হয়ে পারফর্ম করলেও কলকাতা নাইট রাইডার্স (KKR) তাকে অধিনায়ক ঘোষণা করে এই বছর দল সাজিয়েছিল। কিন্তু প্রতিযোগিতার মাঝপথেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এসেজ সিরিজের কথা চিন্তা করে আইপিএল থেকে বিরতি নিয়ে দেশে ফিরে আসেন। তাই এটা নিশ্চিত করে ভাবা যেতে পারে আগামী বছর বিশ্বকাপের কথা চিন্তা করে আইপিএল এর মঞ্চে তিনি অংশগ্রহন করবেন না।
মার্ক উড:
তালিকায় সর্বশেষ নামটি হলো মার্ক উড (Mark Wood) এর। ডানহাতি এই ইংলিশ ফাস্ট বোলার তার গতিময় বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ ক্রিকেট বিশ্ব তার পরিচয় পেয়েছে। আইপিএল এর মঞ্চে একাধিক দলের হয়ে পারফর্ম করলেও অতীতে তিনি বহুবার নিজেকে এই মঞ্চ থেকে সরিয়ে নিয়েছিলেন। এই বছর লখনৌ সুপার জায়েন্টস (LSG) দলের হয়ে মাঠ কাঁপালেও এটা মনে করা যাচ্ছে আগামী বছর t20 বিশ্বকাপের জন্য নিজেকে তরতাজা রাখতে তিনি আইপিএল হয়তো আইপিএল এর মঞ্চে পারফর্ম নাও করতে পারেন।