আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) এবং ওমানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই মেগা ইভেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল ১৫ সদস্যের দল ঘোষণা করল। সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়। অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারতীয় শক্তিশালী দল। তবে তারকা খচিত ভারতীয় দলে অনেকেই প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হবে। আসুন জেনেনি এমন তিনজনের নাম:
১.অক্ষর প্যাটেল
ভারতীয় ক্রিকেট দল আইসিসি টি -২০ বিশ্বকাপের জন্য তৈরি। টেস্ট সহ সীমিত ওভারের ক্রিকেটেও ভালোই পারফর্ম করেছেন স্পিনার অক্ষর প্যাটেল। কিন্তু টি -২০ বিশ্বকাপের গোটা টুর্নামেন্টেই অক্ষর প্যাটেলকে বেঞ্চে কাটাতে হতে পারে। প্রথম একাদশে সুযোগ পাবেন জাদেজা অশ্বিন রাহুল চাহারের মত স্পিনাররা। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের ব্যাটিং দক্ষতা থাকলেও হয়তো সুযোগ পাবেন না।