আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে এই বছরের t20 বিশ্বকাপের অভিযান এবং এর ঠিক পরেই ভারতীয় দলের অভিজ্ঞ শুরু হবে নিউজিল্যান্ড সফর দিয়ে। এই দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই। এই সিরিজে ৩টি t20 ম্যাচ এবং ২টি টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারতীয় দল অবশ্যই চাইবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের পুরোনো হারের বদলা তুলতে এবং তারা সেই মতোই নিজেদের প্রস্তুতি করতে শুরু করে দিয়েছেন।
ভরতীয় দল তাদের এই t20 সিরিজ শুরু করবে নবনির্বাচিত t20 অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় এর হাত ধরে। রোহিত শর্মা এর আগেও ভারতীয় দলকে বহুবার নেতৃত্ব দিয়েছেন কিন্তু বিরাট কোহলি থাকাকালীন তিনি ছিলেন সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের সহঅধিনায়ক। তাই বিরাট পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিতের হাতেই ভারতীয় দলের t20 অধিনায়কত্বের বেটন ধরিয়ে দিয়েছে। তাই এখন এটাই দেখার যে রোহিত এবং দ্রাবিড় জুটি ভারতীয় দলকে কোন উচ্চতায় পৌঁছাতে পারে।
Read More: ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি! বড় বয়ান রবি শাস্ত্রীর
ভারতীয় টীম ম্যানেজমেন্ট দুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই t20 সিরিজের জন্য ১৬জনের একটি দল ঘোষণা করেছে যাতে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ র মতো বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে ঠিক তেমনি ভেঙ্কটেশ আইয়ার এর মতো বেশ কিছু তরুণ উঠতি প্রতিভাকে দলে সুযোগ দেওয়া হয়েছে যাতে করে ভবিষ্যতে তারা দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে পারেন। এই t20 সিরিজের জন্য রোহিত শর্মার সহকারী হিসাবে কে এল রাহুল কে বেছে নেওয়া হয়েছে। আমরা এখানে আজ এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যাদের পারফর্মেন্স ইদানিং খারাপ হওয়া সত্ত্বেও তারা এই t20 সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছে যা কখনোই আশানরুপ নয়। এই ৩ জন ক্রিকেটার কারা আসুন দেখে নেওয়া যাক
ভুবনেশ্বর কুমার
ডানহাতি সুইং ফাস্ট বলার হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত ভুবনেশ্বর কুমার। কিন্তু বর্তমানে তার বোলিং পারফর্মেন্সে তিনি সেই ভাবে নিজেকে প্রমান করতে পারছেন না যেটা তিনি অতীতে করে দেখাতেন। এই বছর t20 বিশ্বকাপে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেখান তিনি নিজেকে প্রমান করতে ব্যর্থ হয়েছেন। তাই ভুবনেশ্বর কুমারের দলে জায়গা পাওয়াটা একেবারেই আশানুরূপ হিসাবে মেনে নেওয়া যাচ্ছে না।