২০১৮ সালে ভারতের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা তিন ক্রিকেটার 1

দরজায় কড়া নাড়ছে ২০১৯ বিশ্বকাপ। দল গোছানোর ক্ষেত্রে বসে নেই কোনো দেশের ক্রিকেট বোর্ড। সেই হাওয়া লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ডেও। তাইতো ২০১৮ সালে ওয়ানডে সিরিজগুলো থেকে ক্রিকেটার বাছাইয়ের প্রাথমিক কাজ অঘোষিতভাবে সেরে রেখেছেন নির্বাচকরা।

২০১৮ সালে এশিয়া কাপ সহ বেশ কিছু ওয়ানডে সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। জয়ের ক্ষেত্রেও ছিল বেশ এগিয়ে। অন্যদিকে দলের ম্যাচ জয়ের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের পারদও ছিল উর্ধ্বমূখি।

এবার দেখে নেওয়া যাক ২০১৮ সালে ভারতের জার্সি গায়ে ওয়ানডে ফরম্যাটে কারা ছিলেন সেরা ফর্মে।

 

৩। কুলদিপ যাদব

২০১৮ সালে ভারতের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা তিন ক্রিকেটার 2

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের ছয় ম্যাচে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হাত ঘুরিয়ে ৯ উইকেট নিয়েছেন এই চায়নাম্যান বোলার কুলদিপ যাদব।

অন্যদিকে বাঁহাতি এই বোলার ২০১৮ সালে সর্বমোট ১৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমে উইকেট নিয়েছেন ৪৫টি। যা ২০১৮ সালে কোনো বোলার হিসেবে ভারতের সর্বোচ্চ এবং সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তাছাড়া আইসিসি ওয়ানডে বোলার র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী কুলদিপ। ২০১৯ বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন এই স্পিন যাদুকর।

২। রোহিত শর্মা

২০১৮ সালে ভারতের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা তিন ক্রিকেটার 3

২০১৮ সালের ক্যালেন্ডারে ১০০০ রান করা তিনজন ব্যাটসম্যানের মধ্যে একজন হলেন রোহিত শর্মা। গত বছর এশিয়া কাপে বিরাট কোহলির অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব সামাল দেয়া এই ব্যাটসম্যান টুর্নামেন্ট জুড়ে ৫ ম্যাচে ৩১৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। শুধু তাই ২০১৮ সালে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৭৩.৫৭ গড়ে ১০৩০ রান করেছেন এই ওপেনার। যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ১০৫.৬৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ১৬২ রানের ইনিংসটি হচ্ছে ২০১৮ সালে তাঁর ব্যাট থেকে সেরা ইনিংস। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান বর্তমানে দুইয়ে।

১। বিরাট কোহলি

২০১৮ সালে ভারতের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা তিন ক্রিকেটার 4

এশিয়া কাপে বিশ্রামে থাকলেও টিম ইন্ডিয়ার নিয়মিত এই ক্যাপ্টেন ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। মাত্র ১৪টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে অবিশ্বাস্যভাবে ১৩৩.৫৬ গড়ে রান করেছেন ১২০২। তাঁর স্ট্রাইক রেটও ছিল ১০২.৫৫ যা এই ফরম্যাটের জন্য যথেষ্ট ভাল বলা যায়। গত বছরে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৬০ রানের। ভারতের এই ক্যাপ্টেন আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে রয়েছেন সবার উপরে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *