প্রতিটা ক্রিকেটার স্বপ্ন দেখেন দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বেশি করে সুযোগ পাবার কিন্তু তাদের খারাপ পার্ফর্মেন এবং চোটের কারণে তারা প্রায়শই দল থেকে বাদ পড়তে থাকেন। আধুনিক ক্রিকেটের ধকল এখন এতটাই বেড়ে গিয়েছে যার ফলে ক্রিকেটারদের চোটিল হবার সম্বাভনা ক্রমশই বেড়ে চলেছে। এছাড়াও বর্তমান ক্রিকেট ইতিহাসে T20 ফরম্যাট এসে যাবার পর থেকে প্রায় প্রতিটা ক্রিকেটারকেই আলাদা ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে চলতে হয় তার কারণ বেশিরভাগ ক্রিকেটার দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন্য ক্রিকেট লীগ খেলে থাকেন। তাই বেশিরভাগ ক্রিকেটার স্বপ্ন দেখেন তারা যেন শারীরিক ভাবে ফিট থেকে দীর্ঘ্যদিন দেশের হয়ে ক্রিকেটীয় পরিষেবা চালিয়ে যেতে পারেন।
T20 বিশ্বকাপ চলাকালীন ভারতীয় জাতীয় নির্বাচন মন্ডলী নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করে ফেললেন। আইপিএল এ সফল নেতৃত্বের পুরস্কার পেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শেষ হবার ৪দিন পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজে অংশগ্রহন করতে চলেছে ভারতীয় দল,যেখানে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে। ছোট ফাপরমাটের এই সিরিজে দলের এ জায়গা পেয়েছেন কাশ্মীরের পেস প্রতিভা উমরান মালিক। এর পরেই ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধেই একদিবসীয় সিরিজ খেলবে এবং সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। এই দুই সিরিজেই সহ অধিনায়ক হিসাবে ঋষভ পান্থের (Rishav Panth) এর নাম উল্লেখ করা হয়েছে। আমরা এখানে এমন ৩জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে সুযোগ পেলেও প্রথম একাদশে হয়তো সুযোগ পাবেননা বলেই মনে করা যাচ্ছে।
দীপক হুডা
ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি এই বছর আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স করে বিশ্ব ক্রিকেটে আড়োলন ফেলে দিয়েছিলেন দীপক হুডা (Deepak Hooda)। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইতিমধ্যেই দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন এবং তিনি একটি শতরান করে ফেলেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান তার ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান দক্ষ। কিন্তু বর্তমানে তিনি বেশ কয়েকটি ম্যাচে লাগাতার সুযোগ পেলেও নিজের প্রতিভাকে সেই ভাবে মেলে ধরতে পারেননি এবং এছাড়াও তার পরিবর্তে বর্তমান ভারতীয় দলে অনেক অলরাউন্ডার ক্রিকেটার মজুত আছেন। তাই এটাই মনে করা যাচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তিনি দলে সুযোগ পেলেও প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন।