T20 World Cup 2022: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা এশিয়া কাপের মঞ্চে ফ্লপ হলেও T20 বিশ্বকাপে দলের হয়ে সুযোগ পেয়েছেন !! 1

এই বছর অক্টোবর মাস থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপের (T20 World Cup 2022) আসর। বিশ্ব ক্রিকেটের সব থেকে ছোট এই ফরম্যাটের বিশ্বকাপ প্রায় প্রতিবছর আয়োজন করে থাকে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি এবং বিশ্বকাপের মঞ্চ থেকেই আমরা ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের খুঁজে পেয়ে চলেছি যারা তাদের অসাধারণ ক্রিকেট প্রতিভা দেখিয়ে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে চলেছে। ছোট ফরম্যাটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে কারণ বিশ্বজুড়ে বহু ক্রিকেট লীগ খেলা হয়ে থাকে ছোট ফরম্যাটে যার ফলে বর্তমানে বিশ্বের বহু দেশ ক্রিকেটের প্রতি ক্রমশ আগ্রহ দেখাতে শুরু করেছে। এই বছর বিশ্বকাপের আগে প্রায় দল নিজেদের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ফেলেছে এবং এটাও মনে করা যাচ্ছে তারা নিজেদের প্লেয়িং একাদশ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে।Team India

এই বছর বিশ্বকাপের আগেই একটি বড় প্রতিযোগিতার আয়োজন করেছিল আইসিসি এবং সেটা হলো এশিয়া কাপ। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই বছর এশিয়া কাপ ছোট ফরম্যাটে খেলানোর সিধান্ত নেওয়া হয়েছিল। এই বছর এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা দল পাকিস্তানকে হারিয়ে ষষ্ট বারের মতো এশিয়া কাপ বিজেতা হয়েছে। ভারতীয় দল গ্রুপ পর্বে অসাধারণ পারফর্মেন্স করার পরেও সুপার ফোর রাউন্ডে পস্পর ২টি ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছিলো এবং এর জন্য বেশ কিছু তারকা ক্রিকেটারের পারফরমেন্সকে দায়ী করা হয়েছে। এশিয়া কাপের পরেই ভারতীয় টীম ম্যানেজমেন্ট অধিনায়ক রোহিত শর্মাকে সামনে রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে এবং সেখানেও বেশ কিছু চমক লক্ষ্য করা গেছে। আমরা এখানে এমন ৩জন ভারতীয় ক্ৰিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এশিয়া কাপের মঞ্চে বাজে পারফর্মেন্স করা সত্ত্বেও বিশ্বকাপের মঞ্চে দলের হয়ে জায়গা করে নিয়েছেন।

কে এল রাহুল

KL Rahul

ভারতীয় তারকা ব্যাটসম্যান কে এল রাহুল তার অসাধারণ ব্যাটিং প্রতিভার জন্য বিশ্ব বিখ্যাত। ডানহাতি এই ব্যাটসম্যান সদ্দ্যই চোট সারিয়ে মাঠে ফিরে এসেছেন বলে আমরা জানি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তিনি দলের হয়ে অধিনায়কত্ব করলেও তার ব্যাটিং পারফর্মেন্স একদম ভালো ছিলোনা সে কথা বলাই চলে। এর পরে এশিয়া কাপের মঞ্চে তাকে দলের প্রধান ওপেনার ব্যাটসম্যান হিসাবে বেছে নেওয়া হয়েছিল কিন্তু সেখান তার ব্যাট সেই ভাবে ঝলসে ওঠেনি যার প্রভাব ভারতীয় দলকে সুপার ফোর রাউন্ডে ম্যাচ হেরে এশিয়া কাপের বাইরে যেতে বাধ্য করেছে বলে মনে করা হচ্ছে। তার এই খারাপ পারফর্মেন্সের পরেও ভারতীয় নির্বাচক মন্ডলী বিশ্বকাপের মঞ্চে তার ওপরেই পুনরায় ভরসা রেখে তাকে আবার দলে অন্তর্ভুক্ত করেছে। তাই এখন এটাই দেখার বিশ্বকাপের মঞ্চে তিনি কেমন পারফর্মেন্স করতে চলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *